Advertisement
Advertisement
PM Modi

INDIA ‘ঘমন্ডিয়া’, ‘মানুষ সাফ করে দেবে’, কংগ্রেসকে সাবধানবাণী মোদির

আরও একবার দেশাত্মবোধের আবেগ উসকে দিলেন মোদি।

Modi Warns Congress after victory in 3 state | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 3, 2023 8:32 pm
  • Updated:December 3, 2023 9:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়া জোটকে ফের ‘ঘমন্ডিয়া জোট’ বলে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। উসকে দিলেন দেশাত্মবোধের আবেগ। তিন রাজ্যে জয়ে আত্মনির্ভর ভারতের আত্মবিশ্বাসী জয়গান শোনা গেল মোদির মুখে। পাশাপাশি দিল্লির বিজেপির (BJP) সদর দপ্তর থেকে কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন, “শুধরে যান, না হলে জনতা মুছে দেবে।”

রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের জয়কে ব্র্যান্ড মোদির জয় হিসেবেই দেখছে গেরুয়া শিবির। কংগ্রেস তেলেঙ্গানার দখল নিলেও লোকসভার ‘সেমিফাইনালে’ বিজেপির কাছে হারতে হল রাহুল গান্ধীর দলকে। এই পরিস্থিতিতে রবিবার জনতা জনার্দনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন মোদি। প্রণাম জানালেন নারীশক্তিকে। ভাষণের শুরুতেই কংগ্রেসকে কটাক্ষ করেন, “ভারত মাতা কি জয়। আওয়াজ যেন তেলেঙ্গানা পর্যন্ত যায়।” এইসঙ্গে বিরোধী ইন্ডিয়া জোটকে ‘ঘমণ্ডিয়া জোট’ বলে কটাক্ষ করেন। বলেন, “আজকের ফলাফল তাদের প্রতি সতর্কবার্তা, যারা প্রগতির রাজনীতি বিরোধী। এটা কংগ্রেস এবং তাদের ঘামন্ডিয়া (অহংকারী) জোটের জন্য একটি বড় শিক্ষা।” আরও বলেন, “দুর্নীতি, স্বজন পোষণ পছন্দ করে না দেশবাসী। দুর্নীতিগ্রস্তরাই এজেন্সিকে ভয় পায়।” কংগ্রেস নেতাদের প্রতি মোদির হুঁশিয়ারি, “শুধরে যান, না হলে জনতা সাফ করে দেবে।”

Advertisement

 

[আরও পড়ুন: চার রাজ্যের ভোটযুদ্ধে হেভিওয়েটরা, আমজনতার রায়ে কার জয়, কে পরাস্ত?]

ভোটজয়ের পরেও দেশাত্মবোধের আবেগক উসকে দিলেন মোদি। বিরোধীদের কটাক্ষ করেন, “সকলের প্রতি আমার আবেদন, দয়া করে এমন শক্তির পাশে দাঁড়াবেন না যারা দেশবিরোদী কাজ করে, দেশকে কমজোরি করে।” মোদি দাবি করেন, নতুন ভারতের নাগরিক আত্মবিশ্বাসে ভরপুর। তাই আজ সব ক্ষেত্রে ভারতের অগ্রগতি অব্যাহত। নিজের ভাষণে নমো আরও দাবি করেন, বিশ্বজুড়ে মন্দা চললেও তেমন প্রভাব পড়েনি ভারতের অর্থনীতিতে। শেয়ার বাজারের ঊর্ধ্বগতি, গাড়ি বিক্রি পরিমাণ, অত্যাধুনিক ট্রেন, নতুন এক্সপ্রেসওয়ে…  উন্নত ভারতের নিদর্শন। ডিজিটাল ভারতের জয় ঘোষণা করেন মোদি। বক্তব্যের শেষ পর্যয়ে মোদি মন্তব্য, “দেশবাসীর স্বপ্নই আমার সাধনা। সততার সঙ্গে বলছি।”

 

[আরও পড়ুন: মোদিময় গোবলয়! জনতার রায়ে উৎফুল্ল নমোর হুঙ্কার, ‘তেলেঙ্গানা পর্যন্ত যেন আওয়াজ যায়’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement