Advertisement
Advertisement

Breaking News

পাঞ্জাব-গোয়ায় শুরু নির্বাচন, যুবপ্রজন্মকে দেদার ভোটদানের আর্জি মোদির

শনিবার পাঞ্জাব এবং গোয়া দিয়ে শুরু বিধানসভা নির্বাচন৷

PM Narendra Modi urges young people to vote in Punjab, Goa elections
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 4, 2017 3:29 am
  • Updated:February 4, 2017 4:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার থেকে দেশের পাঁচ রাজ্যে শুরু ম্যারাথন বিধানসভা নির্বাচন৷ ফের একবার ক্ষমতা দখলের লড়াই পাঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং মণিপুরে৷ শনিবার ভোটগ্রহণ শুরুর ঠিক আগে যুবপ্রজন্মকে ভোটদানের বার্তা দিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

শনিবার পাঞ্জাব এবং গোয়ায় শুরু বিধানসভা নির্বাচন৷ যেখানে ভোটারদের একটি বড় অংশ জুড়ে রয়েছে যুবপ্রজন্ম৷ একটি ইংরাজি সংবাদমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী, পাঞ্জাবে মোট ভোটারের ২৭ শতাংশ এবং গোয়ায় ২৩ শতাংশ ভোটারদের বয়সই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ তাই বর্তমান প্রজন্মকেই জয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় রাজনৈতিক দলগুলি৷ তারাই সঠিক ব্যক্তিকে ভোট দিয়ে শাসকের আসনে বসাবে৷ এমনটাই বিশ্বাস নির্বাচনের লড়াইয়ে নামা প্রতিনিধিদের৷

(পাকিস্তানি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করতে পারেন ট্রাম্প)

প্রধানমন্ত্রী তাই ভোটদানের জন্য যুবক-যুবতীদেরই বেশি করে আহ্বান জানাচ্ছেন৷ টুইটারে মোদি লেখেন, “পাঞ্জাব এবং গোয়ার ভোটদাতাদের বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাই৷ যেন রেকর্ড সংখ্যায় তাঁরা বুথে ভোটদানের জন্য হাজির হন৷ বিশেষ করে যুবক বন্ধুদের ভোটদানের আর্জি জানাচ্ছি৷” স্বচ্ছ ভারত অভিযান থেকে ডিজিটাল ইন্ডিয়া, যুবপ্রজন্মের উপরই ভরসা রাখেন মোদি৷ এবার এই দুই রাজ্যে বিজেপিকে জেতাতেও যুবকরা বড় ভূমিকা পালন করবে বলেই আশা তাঁর৷ শনিবার গোয়ায় মোট ১১ লক্ষ ১০ হাজার ৮৮৪জন ভোটার মোট ৪০টি আসনে ভোট দেবেন৷ গোয়ায় ১১৭টি আসনের জন্য ভোটগ্রহণ শুরু  আজ৷

(‘বিকিনিটাও খুলে ফেলুন’, নেটদুনিয়ায় হেনস্তার শিকার মন্দিরা)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement