Advertisement
Advertisement

Breaking News

Mann ki Baat

‘প্যারিস অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের উৎসাহিত করুন’, ‘মন কি বাত’-এ আর্জি মোদির

আন্তর্জাতিক ম্যাথামেটিক্স অলিম্পিকের বিজয়ী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশে খাদিজাত সামগ্রী বিক্রির পরিমাণ নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। এদিন ছিল অনুষ্ঠানের ১১২তম পর্ব।

PM Narendra Modi urges nation to support Paris Olympics athletes in Mann ki Baat address
Published by: Biswadip Dey
  • Posted:July 28, 2024 12:49 pm
  • Updated:July 28, 2024 12:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু হয়ে গিয়েছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। দেশবাসীর কাছে সেই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয় খেলোয়াড়দের সমর্থনের আর্জি জানাতে নিজের মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’কে (Mann ki Baat) বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালে অনুষ্ঠানের ১১২তম পর্বে তাঁকে বলতে শোনা গেল, গোটা দেশের উচিত অলিম্পিকে অংশ নেওয়া ভারতীয় অ্যাথলিটদের সমর্থন করা। সেই সঙ্গেই আন্তর্জাতিক ম্যাথামেটিক্স অলিম্পিকের বিজয়ী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করে অভিনন্দন জানান মোদি।

গত শুক্রবার থেকে শুরু হয়েছে প্যারিস অলিম্পিক। আর সেপ্রসঙ্গ তুলে মোদি এদিন বলেন, ”গোটা বিশ্বে এই মুহূর্তে প্যারিস অলিম্পিক নিয়েই আলোচনা। আমাদের খেলোয়াড়দের কাছেও সুযোগ বিশ্বমঞ্চে তেরঙ্গাকে তুলে ধরার। দেশের জন্য কিছু করার সুযোগ তাঁদের সামনে। আপনাদের সকলের উচিত ওঁদের উৎসাহিত করা।” এরই পাশাপাশি ম্যাথামেটিক্স অলিম্পিক নিয়ে মোদি বলেন, ”আমাদের দল আন্তর্জাতিক ম্যাথামেটিক্স অলিম্পিকে অসাধারণ ফল করেছে। চারটি স্বর্ণপদক পেয়েছে। একশোরও বেশি দলের মধ্যে থেকে সেরা পাঁচে স্থান করে নিয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: নীতি আয়োগে মাইক বন্ধ ইস্যুতে মমতার পাশে বিরোধীরা, অভিযোগ খারিজ কেন্দ্রের]

এরই পাশাপাশি দেশে খাদিজাত সামগ্রী বিক্রির পরিমাণ নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন মোদি। তাঁকে বলতে শোনা যায়, ”খাদি গ্রামীণ শিল্পের টার্নওভার দেড় লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে এই প্রথমবার। খাদির বিক্রি বেড়েছে চারশো শতাংশ। এই বিক্রি বৃদ্ধির বিষয়টি চাকরির ক্ষেত্রকেও প্রশস্ত করছে।”

সেই সঙ্গেই এদিনের অনুষ্ঠানে মোদি জানিয়েছেন, সরকার একটি বিশেষ কেন্দ্র খুলতে চলেছে যার নাম ‘মানস’। মাদকাসক্তদের মূলস্রোতে ফেরাতেই এই প্রয়াস। কদিন আগেই সরকার এই পোর্টালটির সূচনা করেছে। সেই সঙ্গে একটি টোল ফ্রি নম্বরও রয়েছে। ১৯৩৩। এই নম্বরে ফোন করে যে কেউ পুনর্বাসন সংক্রান্ত তথ্য বা পরামর্শ চাইতে পারেন।

[আরও পড়ুন: বর্গি এল দেশে! বাংলা শ্মশান হয় মারাঠা তাণ্ডবে, কী ছিল হামলার নেপথ্যে?]

প্রসঙ্গত, তিন মাসের জন্য বন্ধ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) ‘মন কি বাত’। লোকসভা নির্বাচনের শেষে তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। তার পর গত জুন থেকে ফের নতুন করে শুরু হয়েছে তাঁর এই মাসিক বেতার অনুষ্ঠান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement