সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ ২৫শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) জন্মদিন। ভোটের মাঝে এমন দিনে বিশ্বকবিকে নিয়ে বাঙালি আবেগ উস্কে দেওয়ার সুযোগ হাতছাড়া করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এক্স হ্যান্ডেলে বাংলায় শ্রদ্ধার্ঘ্য জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল বাংলা কবিতা।
এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখলেন, ‘গুরুদেব টেগোরের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য। তাঁর সহিষ্ণু প্রজ্ঞা ও প্রতিভা প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত ও আলোকিত করতে থাকবে।’ একইসঙ্গে, রবীন্দ্রনাথের পুরনো ভিডিও ফুটেজ তুলে ধরে বাংলা কবিতা পাঠ করে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ”চলায় চলায় বাজবে জয়ের ভেরী। পায়ের বেগেই পথ কেটে যায়, করিস নে আর দেরি। অর্থাৎ এগিয়ে যাওয়া প্রতিটি পদক্ষেপে জয়ের নিনাদ বাজবে। এগিয়ে চলা পা, নয়া রাস্তা তৈরি করবে। দেরি করবেন না।”
একইসঙ্গে ভিডিও বার্তায় তিনি বলেন, ”রবীন্দ্রনাথ একজন প্রতিভাশালী ব্যক্তি ছিলেন। ওনার অন্তরে এক জন শিক্ষক সর্বদা বিরাজ করতেন। উনি গীতাঞ্জলীতে লিখেছেন, He, who has the knowledge has the responsibility to impact it to the student. যার ভেতর জ্ঞান রয়েছে। তাঁর উপর দায়িত্ব রয়েছে। সেই জ্ঞান সে যেন কৌতূহলিদের সঙ্গে ভাগ করে নেন। কবিগুরু ছিলেন ব্যক্তিত্ব ও জ্ঞানের ভাণ্ডার। সকলের মধ্যে সেই জ্ঞানের ভাণ্ডার তিনি উজাড় করার চেষ্টা করেছেন। এই বিশেষ দিনে তাঁর প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য।”
গুরুদেব টেগোরের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ। তাঁর সহিষ্ণু প্রজ্ঞা ও প্রতিভা প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য মানুষকে প্রাণিত ও আলোকিত করতে থাকবে । pic.twitter.com/9v8QLUksWz
— Narendra Modi (@narendramodi) May 8, 2024
প্রধানমন্ত্রীর পাশাপাশি রবীন্দ্রজয়ন্তীতে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সকালে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে তাঁকে জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। দেশ, কালের গণ্ডি পেরিয়ে আজও আমাদের আনন্দ-বেদনায়, আশা-নিরাশায়, সংকট-সাফল্যে, উৎসব-পার্বণে তিনিই পরম আশ্রয়–আত্মার আত্মীয়। প্রার্থনা করি, মনুষ্যত্বের যে শিক্ষা তিনি দিয়ে গিয়েছেন তাকে পাথেয় করে এভাবেই যেন মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে, অসহিষ্ণুতার বিরুদ্ধে, সংকীর্ণতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারি। গঙ্গাজলে গঙ্গাপূজা করে বলি–‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবসশর্বরী, বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি…ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত।’
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে তাঁকে জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা ও প্রণাম।
দেশ, কালের গন্ডি পেরিয়ে আজও আমাদের আনন্দ-বেদনায়, আশা-নিরাশায়, সংকট-সাফল্যে, উৎসব-পার্বণে তিনিই পরম আশ্রয় – আত্মার আত্মীয়।
প্রার্থনা করি, মনুষ্যত্বের যে শিক্ষা তিনি দিয়ে গিয়েছেন তাকে…
— Mamata Banerjee (@MamataOfficial) May 8, 2024
পাশাপাশি বিশ্বকবির জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কালজয়ী সৃষ্টির মাধ্যমে শুধু ভারতের স্বাধীনতা আন্দোলনে শক্তি যোগাননি, বরং তাঁর প্রগাঢ় চিন্তাধারার মাধ্যমে দেশের সংস্কৃতি ও সাম্যকেও আলোকিত করেছেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে উচ্চশিক্ষার আলো জ্বালিয়েছিলেন। জাতীয় সঙ্গীতের রচনাকার মহান ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে তাঁর প্রতি আমার বিনম্র শ্রধার্ঘ্য।’
गुरुदेव टैगोर ने भारत की आजादी के आंदोलन में अपनी कालजयी रचनाओं से न सिर्फ नयी ऊर्जा का संचार किया, बल्कि अपने ओजस्वी विचारों से देश की संस्कृति और समता को आलोकित किया। उन्होंने विश्व भारती विश्वविद्यालय की स्थापना कर उच्च शिक्षा की अलख जगाई।
देश के राष्ट्रगान की रचना करने वाले… pic.twitter.com/kgBhbfzee5
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) May 8, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.