রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পাখির চোখ এবার পঞ্চায়েত ভোট (WB Panchayet Election)। তার প্রচার-সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে আগামী মাসেই ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সূত্রের খবর, জুনের মধ্যেই রাজ্য (West Bengal) সফরে এসে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। জোর দেওয়া হবে বাড়ি বাড়ি জনসংযোগে। মোদি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে কাজ তুলে ধরতে ঘরে ঘরে গিয়ে আমজনতাকে কাজের খতিয়ান দেওয়া হবে। এমনই পরিকল্পনা নিয়েছে বিজেপি (BJP)।
বিজেপি সূত্রে খবর, আগামী মাসে রাজ্যে তিনটি বড় জনসভা হওয়ার কথা। দলের তিন শীর্ষ নেতা নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জে পি নাড্ডাকে দিয়ে তা করার পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির। যদিও সভার দিনক্ষণ ও সভাস্থল এখনও সেভাবে ঠিক হয়নি। তবে উত্তর, দক্ষিণ ও মধ্যবঙ্গে তিনটি সভা হবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বুধবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) সাংবাদিক বৈঠক করে জানান, উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচারে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি। আসার কথা ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানিরও।
আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবস। ওইদিন রাজ্যের বিভিন্ন সামাজিক সংগঠন যোগ দিবস উদযাপনের উদ্যোগ নিলে বিজেপি পাশে থাকবে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। এলাকা এছাড়া ৯ বছর পূর্তি উপলক্ষে ২১ থেকে ৩০ জুন, এই ৯ দিনব্যাপী বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি চলবে। মূল তিনটি জনসভা করবেন মোদি-শাহ ও নাড্ডা। এছাড়াও রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে ২৯৪ টি জনসভা করবেন রাজ্য নেতারা। এমনই জানিয়েছেন সুকান্ত মজুমদার।
সবমিলিয়ে, মোদি সরকারের ৯ বছর উপলক্ষে দেশজুড়ে বড়সড় প্রচার কর্মসূচি শুরু হয়েছে। বাংলাতেও তা চলবে ২১ থেকে ৩০ জুনের মধ্যে। রাজ্যে মোদি-শাহদের সফরের পরিকল্পনা পাকা। প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এদিন সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.