Advertisement
Advertisement

ক্যাবিনেট বৈঠকে মন্ত্রীদের রিপোর্ট কার্ড দেখবেন মোদি!

সূত্রের খবর, বাধ্য ছাত্র-ছাত্রীর মতো মোদির মন্ত্রীরাও রীতিমতো প্রেজেন্টেশন তৈরি করে নিজেদের কাজের তালিকা প্রকাশ করবেন৷

PM Narendra Modi To Assess Ministers' Report Cards Today Before Likely Cabinet Rejig
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 30, 2016 2:38 pm
  • Updated:October 27, 2018 5:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন রীতিমতো পরীক্ষা৷ মন্ত্রিসভা গঠনের পর দু’বছর পর্যন্ত ঠিক কী কী কাজ করেছেন মন্ত্রীরা তারই হিসাব নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একেবারে স্কুলের ধাঁচে প্রতি মন্ত্রীর কাজের তালিকা দেখার প্রস্তুতি নিচ্ছেন মোদি৷ আর সেই জন্যই মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে বসার ডাক দিয়েছেন তিনি৷

বৃহস্পতিবার দুপুরেই এই আলোচনাসভা অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর, বাধ্য ছাত্র-ছাত্রীর মতো মোদির মন্ত্রীরাও রীতিমতো প্রেজেন্টেশন তৈরি করে নিজেদের কাজের তালিকা প্রকাশ করবেন৷ তাঁদের কাজের বিষয়ে বিস্তারিত আলোচনাও হবে এই মিটিং-এ৷ মন্ত্রিসভার যে দফতরগুলিতে কাজের পরিমাণ অপেক্ষাকৃত খারাপ হবে, সেই দফতরগুলিতে রাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হবে বলেও জানা গিয়েছে৷ সূত্রের খবর, আইনমন্ত্রী সদানন্দ গৌড়ার কাজে বিশেষ সন্তুষ্ট নন মোদি৷ তাঁকে পদচ্যুত না করা হলেও তাঁর সঙ্গে একজন রাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হবে৷
কাজের খবরাখবর নেওয়ার পাশাপাশি এই আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক হল মন্ত্রিসভার সদস্যদের পদ-বদল৷ সূত্রের খবর, মন্ত্রিসভায় বড়সর রদবদল হতে পারে এই আলোচনার মধ্য দিয়ে৷ এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বিশেষ বৈঠক করেন৷ পাঁচ ঘণ্টা ব্যাপী এই আলোচনায় অর্থমন্ত্রী অরুণ জেটলির অংশগ্রহণ করার কথা থাকলেও অজ্ঞাত কারণে তিনি বৈঠকে যাননি৷
আগামী ৬ জুলাই প্রধানমন্ত্রীর আফ্রিকা সফর শুরু হবে৷ জানা গিয়েছে, সফরের আগেই নতুনভাবে সজ্জিত মন্ত্রিসভার মন্ত্রীদের নতুন দায়িত্বের কথা ঘোষণা করবেন মোদি৷
মন্ত্রিসভার পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় কমিটিতেও বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে বলে জানা গিয়েছে৷ বৈঠকে, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের কিছু দলীয় সাংসদকে মন্ত্রিসভায় নিয়ে আসা হতে পারে বলে সূত্রের খবর৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement