Advertisement
Advertisement

নতুন বছরে দেশবাসীর জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর

দেখুন LIVE ভিডিও

PM Narendra Modi to address the nation on New Year's Eve
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 31, 2016 7:38 pm
  • Updated:December 31, 2016 8:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের ৫০ দিন পর আজ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে একগুচ্ছ জনকল্যাণমূলক ঘোষণা করলেন৷ সমাজের সব স্তরের মানুষদের কথা মাথায় রেখেই আজ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি গর্ভবতী মায়েদের অ্যাকাউন্টে ৬০০০ টাকা করে পৌঁছে দেওয়া হবে৷ গ্রাম ও শহরে গৃহঋণে মিলবে ছাড়৷ ছোট ব্যবসায়ীদের জন্য ১ কোটি টাকা ক্রেডিট লিমিট বাড়িয়ে করা হল ২ কোটি টাকা৷ বর্ষশেষের সন্ধ্যায় আর কী কী ঘোষণা করলেন প্রধানমন্ত্রী, মোদির ভাষণের LIVE আপডেট পড়ুন-

আসুন, এক নতুন দেশ তৈরি করি

Advertisement

 

প্রবীণ নাগরিকদের জন্য ৮% সুদ নিশ্চিত৷ 

 

গর্ভবতী মহিলাদের অ্যাকাউন্টে ৬০০০ টাকা পৌঁছে দেবেন মোদি৷

দেশের ৬৫০-রও বেশি জেলাতে গর্ভবতী মহিলাদের জন্য হাসপাতালের খরচ, প্রসবের খরচ তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে৷

 

ছোট ব্যবসায়ীদের ২ কোটি টাকা পর্যন্ত ক্রেডিট গ্যারান্টি৷

রবি শস্যের ঋণ ৬০ দিন পর্যন্ত বহন করবে কেন্দ্র৷

 

৩ কোটি কিষাণ কার্ডকে রুপে কার্ডে বদলে দেওয়া হবে৷

গ্রামীণ এলাকায় ৩৩% নতুন বাড়ি তৈরি হবে৷

গ্রামে ঘর সংস্কারে ২ লক্ষ টাকায় ৩% ছাড়৷

১২ লক্ষ টাকা গৃহঋণে ৩% ছাড়৷

৯ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে ৪% ছাড়৷

নতুন বছরে দেশবাসীর জন্য নতুন প্রকল্প৷

মাত্র ২৪ লক্ষ মানুষ জানিয়েছেন, তাঁদের আয় ১০ লক্ষের বেশি৷

ব্যাঙ্ককর্মীরা রাত জেগে পরিস্থিতি সামাল দিয়েছেন৷ তাঁদের ধন্যবাদ৷

সরকারি কর্মীদের কাছে কোনও বাক্স পৌঁছে দিয়ে পালানোর সুযোগ মিলবে না৷

কয়েকটি ব্যাঙ্ক গভীর অপরাধের সঙ্গে যুক্ত ছিল৷

সন্ত্রাস, কালো টাকা, জাল নোটের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা প্রসানের চোখের বালি হয়ে উঠেছিল৷ কেন্দ্রের একটি সিদ্ধান্তে তাদের মাথায় বাজ পড়েছে৷

হিংসার রাস্তা ছেড়ে যুবকরা মূলস্রোতে ফিরে এসেছেন৷

ব্যাঙ্কের মাধ্যমে লেনদেনে করছেন বহু মানুষ৷

 

গত কয়েকদিনের ঘটনা প্রমাণ করে দিয়েছে, চালাকি করে পালানোর পথ মিলবে না৷

প্রযুক্তি দুষ্কৃতীদের চিহ্নিত করতে সুবিধা করে দিয়েছে৷

দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন দেশবাসী৷

নতুন বছরে গ্রামেও পৌঁছে যাবে ব্যাঙ্কিং ব্যবস্থা৷

এই দেশের মতো নগদ কোনও দেশে নেই৷

আজ লালবাহাদুর শাস্ত্রীর মতো লোকেরা থাকলে দেশবাসীকে ভরপুর আশীর্বাদ করতেন৷

যে কোনও দেশের কাছে এটা সুলক্ষণ, যে আইনের পথে হেঁটে মানুষ প্রশাসনের পাশে দাঁড়ায়৷

 

নগদে ব্যবসা করতে অভ্যস্ত, এমন অনেক মানুষ বিকল্প অর্থনীতির দিকে ঝুঁকতে চেয়েছেন৷

কালো টাকার বিরুদ্ধে লড়াইতে সাধারণ মানুষের যে সহযোগিতা পেয়েছি, তাকে আমি আশীর্বাদ হিসাবে মাথা পেতে নিয়েছি৷

গ্রামের মানুষের, কৃষকদের কষ্ট লাঘব করতে চাই৷

ভারত যা করে দেখিয়েছে, বিশ্বে তার কোনও উদাহরণ নেই৷

দেশবাসী বুঝিয়ে দিয়েছেন, তাঁরাও এই মহাযজ্ঞে আমার পাশে রয়েছেন৷

সরকার ও জনতা কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে৷

এর জন্য সৎ মানুষকে একটু দুর্ভোগ পোহাতে হয়েছে৷

আমার কাছে হাজার হাজার চিঠি এসেছে৷

দেশে কালো টাকা, জাল নোটের রাজত্ব চলছে৷

দেশে কালো টাকার বিরুদ্ধে শুদ্ধিকরণ যজ্ঞ চলছে৷

দেখুন LIVE ভিডিও:

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement