Advertisement
Advertisement
PM Modi

কৃষক বিক্ষোভ রুখতে হাতিয়ার ধর্মীয় আবেগ! সাতসকালে আচমকা গুরুদ্বারে হাজির মোদি

প্রধানমন্ত্রীর জন্য ছিল না বিশেষ নিরাপত্তার ব্যবস্থা।

PM Narendra Modi suddenly visits Gurudwara Rakab Ganj Sahib | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 20, 2020 10:26 am
  • Updated:December 20, 2020 10:40 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার সকালে ফের চমক। হঠাৎই দিল্লির গুরুদ্বারে হাজির খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। শহিদি দিবসে সেখানে শিখ ধর্মগুরু তেগ বাহাদুরের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। উপস্থিত ধর্মপ্রাণ আমজনতার সঙ্গে সেলফিও তোলেন তিনি।

প্রধানমন্ত্রী গুরুদ্বারে এলেও কোনও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা ছিল না তাঁর জন্য। বাধা পড়েনি আমজনতার আনাগোনাতেও। দিল্লি সীমান্তে চলতে থাকা কৃষক বিক্ষোভের মাঝেই প্রধানমন্ত্রীর এই গুরুদ্বার সফর, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Advertisement

[আরও পড়ুন : আন্দোলনে এখনও পর্যন্ত ৩৩ জনের মৃত্যু! আজ ‘শ্রদ্ধাঞ্জলি দিবস’ পালন কৃষকদের]

আগেভাগে কোনও পরিকল্পনা ছিল না বলেই খবর। এদিন কনকনে ঠান্ডার মধ্যের নিজের বাসভবন থেকে সটান গুরুদ্বার রাখাব গঞ্জ সাহিবে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ধর্মগুরু তেগ বাহাদুরের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। উপস্থিত জনতার সঙ্গেও কথা বলেন। শনিবারই তিনি টুইটারে লিখেছিলেন, “তেগ বাহাদুরজির জীবন সাহস ও করুণার প্রতিলিপি। শহিদি দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। অখণ্ড সমাজের জন্য তাঁর আর্দশ মেনে চলা উচিত।”

[আরও পড়ুন : কংগ্রেসকে নিয়ন্ত্রণ করছে সাম্প্রদায়িক মুসলিম লিগ! এবার বিস্ফোরক পিনারাই বিজয়ন]

উল্লেখ্য, এদিন দিল্লি সীমানায় কৃষকরাও শহিদি দিবস পালন করছেন। কৃষি আইন প্রত্যাহারের আন্দোলনে ইতিমধ্যে ৩৩ জন চাষির মৃত্যু হয়েছে বলে খবর। তাঁদের আত্মবলিদানকে স্মরণ করই এই দিনটি পালন করছেন তাঁরা। এদিন প্রধানমন্ত্রীর গুরুদ্বার সফরের পর অনেকেই কটাক্ষ করছেন, গুরুদ্বারের মতো কৃষকদের সঙ্গেও তো দেখা করে আসতে পারতেন প্রধানমন্ত্রী। প্রশ্ন উঠছে, কৃষক বিক্ষোভ রুখতে তাহলে ধর্মীয় ভাবাবেগকে হাতিয়ার করতে চাইছেন প্রধানমন্ত্রী?

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement