Advertisement
Advertisement

Breaking News

PM Narendra Modi

সব চাকরিতেই রেটকার্ড! রোজগার মেলার মঞ্চ থেকে বাংলাকে তুলোধোনা প্রধানমন্ত্রীর

রেটকার্ড বনাম সেফগার্ড, পঞ্চায়েত ভোটের মুখে নয়া তত্ত্ব দিলেন প্রধানমন্ত্রী।

PM Narendra Modi slams west Bengal over recruitment scam | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 13, 2023 5:26 pm
  • Updated:June 13, 2023 5:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি অনুষ্ঠান। যুবসমাজকে চাকরি বিলির মঞ্চ। সেই মঞ্চ থেকেই নাম না করে বাংলার তৃণমূল সরকারকে তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বলে দিলেন, বাংলায় প্রত্যেকটা চাকরির জন্য আলাদা রেট কার্ড আছে। আর এই রেটকার্ড যুবসমাজের স্বপ্ন-আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করে দিচ্ছে।

মঙ্গলবার রোজগার মেলায় (Rojgar Mela) দেশের ৭৭ হাজার কর্মপ্রার্থীর হাতে ভারচুয়াল মাধ্যমে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের বিভিন্ন দপ্তরে চাকরি পেয়েছেন এই ৭৭ হাজার যুবক-যুবতী। এদের নিয়োগপত্র তুলে দেওয়ার মঞ্চ থেকেই রাজনৈতিকভাবে তৃণমূলকে আক্রমণ করলেন মোদি। সরাসরি বাংলার নাম না করলেও আদ্যপান্ত প্রধানমন্ত্রীর ভাষণে নিশানা ছিল এরাজ্যের শাসকদল। প্রধানমন্ত্রীর অভিযোগ, “দেশে পরিবারতান্ত্রিকে দলগুলি সব ব্যবস্থায় ভাই-ভাইপোদের বেশি গুরুত্ব দিয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রেও সুপারিশ, ভাই-ভাতিজারা প্রাধান্য পেত।”

Advertisement

[আরও পড়ুন: আধিকারিকদের শৌচালয়ে ঢুকিয়ে ব্যাংক ডাকাতি, সিসিটিভির হার্ডডিস্কও খুলে নিয়ে গেল দু্ষ্কৃতীরা]

রাজ্যের নিয়োগ দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে এদিন প্রধানমন্ত্রী বলেন,”এক রাজ্যে টাকার বদলে চাকরির দুর্নীতির তদন্তে যা যা প্রকাশ্যে আসছে, সেটা আমাদের দেশের যুবসমাজের জন্য বিরাট চিন্তার ব্যাপার। কী পদ্ধতিতে চাকরি হয় জানেন? সরকারি চাকরি চাইলে সব পদের জন্য আলাদা রেট কার্ড আছে। ছোট ছোট গরিব মানুষকে লুট করা হচ্ছে। সাফাইকর্মী থেকে ড্রাইভার সব চাকরির জন্য আলাদা আলাদা রেট রয়েছে। শিক্ষক থেকে নার্স, সব পদের জন্য ওই রাজ্যে রেটকার্ড, আর কাটমানির কারবার চলে। দেশের যুবসমাজ কোথায় যাবে? এই স্বার্থান্বেষী সরকার হলে মানুষ কোথায় যাবে।”

[আরও পড়ুন: ২১ গান স্যালুটে মোদিকে স্বাগত জানাবে আমেরিকা, নমো ম্যাজিকে মাত মার্কিন মুলুক]

আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে মোদি বলেন, “এই দুর্নীতিগ্রস্ত, পরিবারতান্ত্রিক দলগুলির বিকল্প একমাত্র বিজেপির স্বচ্ছ্ব সরকার। আপনাদের সামনে দুটো বিকল্প, একদিকে পরিবারতান্ত্রিক, ভাই-ভাতিজাবাদ করার দল। ওরা কাটমানি আর রেটকার্ডের মাধ্যমে দেশকে লুটে নিচ্ছে। আমরা সেফগার্ড করছি। রেটকার্ড আপনার স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়, আর আমরা আপনাদের সেই ইচ্ছা-আকাঙ্ক্ষাকে সেফগার্ড করার চেষ্টা করছি। এবার দেশকে ঠিক করতে হবে, দেশের যুবসমাজের ভবিষ্যৎ রেটকার্ডের উপর চলবে নাকি সেফগার্ডের নীতিতে চলবে।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement