সোমবার সংসদে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ছবি পিটিআই।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে ফের পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে খোঁচা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। তীব্র কটাক্ষ করলেন রাহুল গান্ধী, অধীর চৌধুরীকে। একইসঙ্গে তিনি সাফ জানালেন, “একই পরিবারের একাধিক সদস্য নিজের ক্ষমতায় রাজনীতি ক্ষেত্রে এগিয়ে চলে, তাহলে তো কোনও আপত্তি নেই। কিন্তু কোনও পরিবার যখন রাজনৈতিক দল চালায় তখন সেটা পরিবারতন্ত্র। এর ফল ভুগছে দেশ।” একইসঙ্গে পরিবারতন্ত্রের নতুন সংজ্ঞা দিলেন তিনি।
সোমবার রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভাষণের অধিকাংশটা জুড়েই কংগ্রেস-সহ বিরোধীদের নিশানা করেন তিনি। কখনও পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দিয়েছেন তো কখনও আবার অধীর-রাহুলকে নিশানা করেছেন তিনি। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর দাবি, “অধীরবাবুকে দেখে আমার কষ্ট হয়। পরিবারতন্ত্রের পুজো করতে হয় তাঁকে। কংগ্রেসে কোনও প্রতিভাবানদের স্থান নেই। একটা পরিবার দলের সব সিদ্ধান্ত নেয়।” নিশানা করেন রাহুল গান্ধীকেও। লোকসভায় দাঁড়িয়ে নাম না করে মোদির খোঁচা, “একই প্রোডাক্ট বার বার লঞ্চ করতে গিয়ে কংগ্রেসের দোকানে তালা ঝোলার পরিস্থিতি এসে গিয়েছে।”
#WATCH | PM Modi attacks Congress, Rahul Gandhi, says, “Ek hi product baar-baar launch karne ke chakkar mein, Congress ki dukaan tala lagne ki naubat aa gayi hai…” pic.twitter.com/uGtG3kALQO
— ANI (@ANI) February 5, 2024
এর পরই পরিবারতন্ত্রের সংজ্ঞা দেন মোদি। তাঁর কথায়, “পরিবারতন্ত্র্রে এদেশে বহু পরিবার রাজনৈতিক দল চালায়। এতেই আমাদের আপত্তি। যদি একই পরিবারের একাধিক সদস্য খেটে, মাথার ঘাম পায়ে ফেলে রাজনীতিতে উজ্বল নক্ষত্র হয়ে ওঠে, তাতে আমাদের কোনও আপত্তি নেই।” এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের কথা টেনে আনেন তিনি। বলেন, “রাজনাথ সিংয়ের দল নেই, অমিত শাহেরও পার্টি নেই। কিন্তু এমন অনেক দল আছে যাদের চালায় একটা পরিবার। সব সিদ্ধান্তই একটা পরিবার নেয়। এর ফল দেশ ভুগেছে। এই পরিবারতন্ত্রের বিরোধিতায় আমি করেছি।”
বিরোধীদের ছন্নছাড়া অবস্থার জন্য কংগ্রেসই দায়ী বলে সংসদে দাঁড়িয়ে দাবি করলেন মোদি। বললেন, “১০ বছরে ভালো বিরোধী হওয়ার সুযোগ ছিল তাদের হাতে। বহু নতুন মুখ ছিল। কিন্তু তাদের উঠে আসতে দেয়নি ওরা (কংগ্রেস)। কারণ নতুনরা উঠলে ওরা ঝাপসা হয়ে যেত। তাই নিজের জায়গা ছাড়েনি ওরা।” মোদির কথায়, “বিরোধীরা সারাজীবন বিরোধী আসনেই থাকতে চায়। ওদের কেউ বিশ্বাস করে না।” বিরোধী জোটকে কটাক্ষ করে মোদির দাবি, “অ্যালায়েন্সের অ্যালাইনমেন্টই নষ্ট হয়ে গিয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.