সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় এনডিএ সরকারের বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর কথায়, “এটা নতুন সুযোগ, নতুন উৎসাহের বাজেট। দেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।” এই বাজেট দেশের সর্বস্তরের মানুষকে শক্তিশালী করবে বলেই আশাবাদী প্রধানমন্ত্রী।
প্রতিবারের মতো এবারও বাজেট (Union Budget 2024) পেশের পর জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। একইসঙ্গে বিরোধীদের সমালোচনার জবাব দিয়ে মোদি জানিয়ে দেন, “এই বাজেট মধ্যবিত্তকে আরও শক্তিশালী করবে। গরিবের রোজগার বাড়বে।” তাঁর দাবি, এই বাজেট সকলকে সুযোগ দেওয়ার বাজেট। মোদির কথায়, “এই তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়ার বাজেট।”
“Budget will provide countless opportunities to youth” says PM Modi, asserts Budget’24 will boost economic development
Read @ANI Story | https://t.co/WHv55BQnm2#PMModi #UnionBudget2024 #UnionBudget24 #NirmalaSitharaman #BudgetSession #BudgetSession2024 pic.twitter.com/IWKHcWUhEB
— ANI Digital (@ani_digital) July 23, 2024
বিরোধীরা বার বার অভিযোগ করেছে, মোদি জমানায় দেশজুড়ে বেকারত্ব বেড়েছে। রাজনৈতিক মহল বলছে, লোকসভা ভোটে বিজেপির ধাক্কা খাওয়ার অন্যতম কারণ এই বেকারত্ব। এমন পরিস্থিতিতে কেন্দ্রের কাছে বড় চ্যালেঞ্জ ছিল এবার বাজেটে কর্মসংস্থানের দিশা দেখানো। সেই মতো ৪ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এ প্রসঙ্গে এদিন মোদি বলেন, “নতুন কর্মসংস্থানের সুযোগ দিয়েছে বাজেট। এটা আত্মনির্ভরতার বাজেট।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.