Advertisement
Advertisement
Pulwama Attack

‘বীর সেনার আত্মত্যাগ ভোলার নয়’, পুলওয়ামা হামলার স্মৃতিতে টুইট প্রধানমন্ত্রীর

৪ বছর আগে পুলওয়ামা হামলায় প্রাণ হারান ৪০ জন সেনা।

PM Narendra Modi remembers martyrs, says 'will never forget their supreme sacrifice' | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 14, 2023 10:10 am
  • Updated:February 14, 2023 10:12 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালবাসার দিনে ঘৃণার ইতিহাস বুনেছিল সীমান্তপাড়ের জঙ্গিরা। চার বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল ভূস্বর্গ। পুলওয়ামা (Pulwama) হামলায় মৃত্যু হয়েছিল ৪০ জন সেনা জওয়ানের। এদিন জঙ্গি হামলায় মৃত বীর সেনাদের স্মরণ করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মন্তব্য করলেন, “বীর সেনার আত্মত্যাগ ভোলার নয়।”

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি সকালে মোদি টুইট করেন, “এইদিনে পুলওয়ামা হামলায় আমাদের বীরদের হারিয়েছি আমরা। তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগকে কখনওই ভুলব না আমরা। তাঁদের সাহস আমাদের শক্তিশালী ও উন্নত ভারত গড়তে অনুপ্রাণিত করে।’

Advertisement

[আরও পড়ুন: প্রভাকরণ মৃতই! বেঁচে থাকার জল্পনায় জল ঢেলে বিবৃতি শ্রীলঙ্কা সরকারের]

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছিস জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামা। প্রাণ হারিয়েছিলেন ৪০ জন সেনা জওয়ান । পরে ওই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ৪ বছর পরেও টাটকা পুলওয়ামা হামলার দগদগে স্মৃতি। পুলওয়ামা জেলার লেথোপোড়ায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে সেনার কনভয়ে হামলা হয়েছিল। হামলাকারী আদিল আহমেদ দার ছিলেন স্থানীয় বাসিন্দা।

[আরও পড়ুন: জঙ্গিদের টার্গেট এবার উপত্যকার লিথিয়াম খনি! কেনাবেচা করলেই হামলার হুমকি জইশের সঙ্গীর]

পুলওয়ামা হামলার পরে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি শিবিরগুলিতে বিমান হামলা চালায় ভারত। ১৯৭১ সালের পর প্রথমবার নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে হামলা চালিয়েছিল ভারতীয় সেনা। ওই ঘটনার পর ভারত-পাক সম্পর্ক তলানিতে পৌঁছায়। অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের মুখোশ খুলে যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement