সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের গোড়াতেই নয়া রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। জনপ্রিয়তার নিরিখে বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনায়কদের পিছনে ফেলেছেন তিনি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংস্থার সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। সমীক্ষার রিপোর্ট বলছে, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক নরেন্দ্র মোদি।
শনিবার এই বিষয়টি টুইট করে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি লেখেন, “আমেরিকার মর্নিং কনসাল্ট নামক এক সংস্থা মোদিজিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার শিরোপা দিয়েছে। করোনা পরিস্থিতিতে তাঁর নেতৃত্বে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে দেশ। এটা তারই স্বীকৃতি।”
উল্লেখ্য, জাপান, ব্রাজিল, আমেরিকার মতো ১৩টি দেশের প্রধানদের উপর সমীক্ষা চালায় ওই সংস্থা। তার পরই এই রিপোর্ট সামনে আনা হয়। জানা গিয়েছে, ১৩ জন রাষ্ট্রপ্রধানের মধ্যে ৫৫ শতাংশ ভোট পেয়ে তালিকার শীর্ষে রয়েছেন মোদি। এই রিপোর্ট সামনে আসার পর বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায়। তাঁদের কথায়, দেশের মানুষকে নেতৃত্ব দিতে সফল হয়েছেন প্রধানমন্ত্রী। এটা তারই স্বীকৃতি।
Our Hon PM @narendramodi Ji rated highest among world leaders by American research firm Morning Consult. Our PM has yet again emerged the most popular head of Government for his efficient handling of various issues and management of the COVID-19 crisis.
— Jagat Prakash Nadda (@JPNadda) January 2, 2021
এদিন সাংসদ নাড্ডা আরও লেখেন, “ক্ষমতায় আসার পর থেকেই মোদিজির সরকারের প্রতি মানুষের আস্থা বেড়েছে। তাঁরা মনে করেন, সরকার দেশকে সঠিক দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের উন্নতি হচ্ছে। তাই এরকম কঠিন সময়েও অন্যান্য রাষ্ট্রনায়কদের পিছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী।” রাজনাথ সিং টুইট করেন, “মহামারীর সময় প্রধানমন্ত্রীর কাজ আন্তর্জাতিক স্তরে সম্মানিত হল। যা দেশের মানুষের জন্যও গর্বের বিষয়।”
তবে সমালোচকরা সে কথা মানতে নারাজ। তাঁদের পালটা দাবি, কৃষক আন্দোলনের জেরে বিপাকে পড়েছেন প্রধানমন্ত্রী। দেশবাসীর কাছেও ক্রমে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন তিনি। এমন আবহে মার্কিন সংস্থার এই রিপোর্ট দিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে বিজেপি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.