ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদানি কাণ্ডে খানিক অস্বস্তিতে তিনি, তথাপি আন্তর্জাতিক মঞ্চে তাঁর জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী। এমনকী ‘শত্রুদেশে’ও! আমেরিকার কূটনীতি বিষয়ক ম্যাগাজিন ‘দ্য ডিপ্লোম্যাট’
(The Diplomat) জানাচ্ছে, চিনেও (China) বিপুল জনপ্রিয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। চিনা নাগরিকরা নাকি তাঁকে ভালবেসে ‘মোদি লাওক্সিয়ান’ (Modi Laoxian) নামে ডাকেন। লাওক্সিয়ান-এর অর্থ ‘অমর’। সীমান্ত নিয়ে ভারত-চিনের লাগাতার বৈরিতার পরেও চিনা নাগরিকদের মধ্যে মোদির তুমুল জনপ্রিয়তা কৌতূহল জাগাচ্ছে আন্তর্জাতিক মহলে।
চিনের সঙ্গে ভারতের সম্পর্ক কখনই মধুর না। তার মধ্যে ২০২০ সালে গালওয়ান সংঘর্ষে মৃত্যু হয় ৪০ জন চিনা সেনা এবং ২০ জন ভারতীয় সেনার। ভারতের প্রায় সবকটি চিন সীমান্তেই কমবেশি উত্তেজনার আবহাওয়া বিরাজমান। ‘দ্য ডিপ্লোম্যাট’-এর বক্তব্য, এর পরেও চিনে রীতিমতো জনপ্রিয় ভারতের প্রধানমন্ত্রী।
‘দ্য ডিপ্লোম্যাট’-এর প্রতিবেদন অনুযায়ী এক চিনা সাংবাদিক জানিয়েছেন, চিনের সোশ্যাল মিডিয়ায় মোদির ডাকনাম হল, ‘মোদি লাওক্সিয়ান’। ‘লাওক্সিয়ান’ শব্দের অর্থ, এক প্রবীণ ব্যক্তি যিনি অমর। ওই ব্যক্তির বেশ কিছু অলৌকিক ক্ষমতাও রয়েছে। চিনা সাংবাদিকের বক্তব্য, মোদিকে এমন নাম দিয়ে আসলে অন্য রাষ্ট্রনেতাদের থেকে আলাদা করা হয়েছে। মোদির পোশাক, চালচলনেও নাকি ‘লাওক্সিয়ান’-এর মিল রয়েছে। ভারতের অতীতের রাষ্ট্রপ্রধানদের থেকে মোদি অনেকটাই আলাদা, এমনটাও মনে করেন শি জিনপিংয়ের দেশের নাগরিকরা।
রাশিয়া, আমেরিকা-সহ বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিককালে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, তা মোদির সৌজন্যেই। এমনটাই মনে করে চিনের নেটাগরিকরা। এসবই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.