সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের সূচনা করে সবরমতী আশ্রমে গান্ধীমূর্তিতে মাল্যদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে, শুক্রবার সবরমতী আশ্রম থেকে ঐতিহাসিক ডান্ডি অভিযানের ৯১তম বর্ষপূর্তি উপলক্ষে প্রতীকী পদযাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী।
Gujarat: Prime Minister Narendra Modi pays floral tribute to Mahatma Gandhi at Sabarmati Ashram in Ahmedabad. He will flag off the Dandi March from the Ashram today, as part of Amrit Mahotsav programme to mark the 75 years of India’s independence. pic.twitter.com/gDutZrBNzX
— ANI (@ANI) March 12, 2021
এদিন, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই উপলক্ষে সবরমতী আশ্রমে জাতির পিতা মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। আশ্রমের হৃদয় কুঞ্জ ভবনে গান্ধীজির একটি প্রতিকৃতিতেও মাল্যদান করেন তিনি। পাশাপাশি, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের সমাধিস্থল অভয় ঘাটেও যান প্রধানমন্ত্রী। সেখানে একটি বিশেষ প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। জানা গিয়েছে, আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে নভসারি জেলার ডান্ডি পর্যন্ত ৩৮৬ কিলোমিটার প্রতীকী পদযাত্রায় শামিল হয়েছেন কয়েকশো মানুষ। যাত্রার প্রথম ৭৫ কিলোমিটার পথ ১০৩ জনের দলের নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। ১৯৩০ সালে মহাত্মা গান্ধী যে পথে হেঁটেছিলেন, সেই পথ ধরেই প্রায় এক মাস ধরে যাত্রার শেষে ৫ এপ্রিল ডান্ডি পৌঁছবেন তাঁরা।
উল্লেখ্য, ১৯৩০ সালে ব্রিটিশ সরকারের শুল্কনীতির বিরুদ্ধে ঐতিহাসিক ডান্ডি অভিযান শুরু করেছিলেন মহাত্মা গান্ধী। সেই লবন সত্যাগ্রহ আন্দোলন ভিত নড়িয়ে দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের। অহিংস আন্দোলনের প্রচণ্ড আঘাতে সেদিন কুঁকড়ে গিয়েছিল তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ সামরিক শক্তি। এদিন সেই সব স্মৃতিই সবরমতী আশ্রমে উসকে দেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, গতবছর লালকেল্লায় দাঁড়িয়ে স্বাধীনতার ৭৫ বছরের মধ্যে আত্মনির্ভর হওয়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি সাফ বার্তা দিয়েছিলেন, আত্মনির্ভর হতে হলে দেশের মাটিতে উৎপাদন বাড়াতে হবে। ‘ভোকাল ফর লোকাল’-কে আপ্তবাক্যে পরিণত করতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.