সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে সব অনুমান ছাপিয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফিরছে বিজেপি। ধরাশায়ী বিরোধী শিবির। এই জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার তিনি এক্স হ্যান্ডলে দলের নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন। লেখেন, “উন্নয়নের জয়, সুশাসনের জয়। একসঙ্গে থাকলে আরও শীর্ষে পৌঁছাব আমরা।”
একটি পোস্টে মোদি লেখেন, “মহারাষ্ট্রের আমার বোন ও ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা… বিশেষ করে রাজ্যের যুবক ও মহিলাদের… এনডিএ-র জন্য ঐতিহাসিক রায় দিয়েছেন। এই স্নেহ এবং উষ্ণতা অতুলনীয়।” মোদি আরও লেখেন, “আমি জনগণকে আশ্বাস দিচ্ছি, আমাদের জোট মহারাষ্ট্রের উন্নতির জন্য কাজ করে যাবে। জয় মহারাষ্ট্র। দলের নেতাকর্মীদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। লেখেন, “তাঁরা (দলীয় কর্মীরা) কঠোর পরিশ্রম করেছেন, জনগণের মধ্যে গেছেন এবং আমাদের সুশাসনের এজেন্ডা বিশদভাবে তুলে ধরেছেন।”
Development wins!
Good governance wins!
United we will soar even higher!
Heartfelt gratitude to my sisters and brothers of Maharashtra, especially the youth and women of the state, for a historic mandate to the NDA. This affection and warmth is unparalleled.
I assure the…
— Narendra Modi (@narendramodi) November 23, 2024
মহারাষ্ট্রে বিরাট জয়ের পথে শাসক জোট ‘মহাজুটি’। ২৮৮ আসনের বিধানসভায় তারা ২৩৩টি পেতে চলেছে। বিরোধী ‘মহা বিকাশ আঘাড়ি’ জোট সেখানে মাত্র ৫০টি আসনে পেতে পারে বলে মনে করা হচ্ছে। সবচেয়ে বড় কথা, বিজেপি একাই ১২৫-এর বেশি আসন পেতে চলেছে। সব ঠিক থাকলে মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেবন্দ্র ফড়ণবিস।
I thank the people of Jharkhand for their support towards us. We will always be at the forefront of raising people’s issues and working for the state.
I also congratulate the JMM-led alliance for their performance in the state. @HemantSorenJMM
— Narendra Modi (@narendramodi) November 23, 2024
উল্লেখ্য, ঝাড়খণ্ডে বিজেপি আশানুরূপ ফল না করতে পারলেও সেরাজ্যের জনতা তথা দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন মোদি। তিনি লিখেছেন, “আমাদের সমর্থন করার জন্য আমি ধন্যবাদ জানাই ঝাড়খণ্ডের জনগণকে। আমরা জনগণের সমস্যা উত্থাপন করব, রাষ্ট্রের কাজ করতে সর্বদা অগ্রণী থাকব।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঝাড়খণ্ডে জেএমএম জোট তথা ইন্ডিয়া ৫৭টি আসনে এগিয়ে। সেখানে বিজেপি জোট তথা এনডিএ এগিয়ে ২৩টি আসনে। অন্যান্য ১।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.