সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারাণসীর শতাধিক মন্দির ধ্বংস করেছেন আধুনিক যুগের ঔরঙ্গজেব নরেন্দ্র মোদি। মঙ্গলবার বারাণসী এসে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে এই মন্তব্যই করলেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম।
নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি বলেন, “বারাণসী আসার পর আমি দেখতে পেলাম এখানকার শতাধিক মন্দির ধ্বংস করে দেওয়া হয়েছে। এমনকী ভগবান বিশ্বনাথের দর্শনের জন্য ৫৫০ টাকা নেওয়া হচ্ছে। এই সমস্ত ঘটনা দেখে আমার মনে হচ্ছে, নরেন্দ্র মোদি আধুনিক যুগের ঔরঙ্গজেব। তিনি এমন সব প্রাচীন মন্দির ধ্বংস করেছেন যা এখানকার বাসিন্দারা ঔরঙ্গজেবের শাসনের সময়ও আগলে রেখেছিলেন। ভগবান দর্শনের জন্য তিনি যে ৫৫০ টাকার মূল্য ধার্য করেছেন তার নিন্দা করছি আমি। অতীতে যেমন ঔরঙ্গজেব জিজিয়া কর চালু করেছিলেন আধুনিক যুগের ঔরঙ্গজেবও তাই করেছেন। সবথেকে অদ্ভুত বিষয় হল, মুখে হিন্দুদের বিশ্বাস ও অধিকার রক্ষার কথা বললেও মন্দির ধ্বংস করছেন তিনি। আমি তাঁর এই আচরণের নিন্দা করছি।”
এরপরই কংগ্রেস আমলে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল বলে দাবি করেন তিনি। বলেন, “কংগ্রেস আমলে সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার সত্যটি সামনে আসার পর এখন ব্যাকফুটে চলে গিয়েছে বিজেপি। এর ফলে প্রমাণ হয়েছে, আমাদের শাসনকালে ভারতীয় সেনা এতটাই শক্তিশালী ছিল যে চাইলে পাকিস্তানকে দু’টুকরো করতে পারত।”
সম্প্রতি প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন নরেন্দ্র মোদি। পরে ঝাড়খণ্ডের সভা থেকে রাজীব গান্ধীর নামে দিল্লি থেকে কংগ্রেসকে লড়াই করার চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন। মঙ্গলবার মোদিকে আক্রমণ করে সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা। পাশাপাশি বলেন, “যেদিন রাজীব গান্ধীকে আক্রমণ করে মন্তব্য করা হয় সেদিনই আমেঠি থেকে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছে। ওখানে ন্যূনতম আড়াই লাখ ভোটে পরাজিত হবেন তিনি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.