সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসে কড়া নিরাপত্তা বেষ্টনী ভেঙে শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লালকেল্লায় ভাষণ দেওয়ার পর খুদেদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী৷ শুভেচ্ছা বিনিময় করেন৷ প্রধানমন্ত্রীকে এত কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে শিশুরা৷ মোদিকে ঘিরে ধরে তারা৷ অতি উৎসাহে বিশৃঙ্খলতা তৈরি হয়৷ শিশুদের হুড়োহুড়িতে একসময়ে বেসামাল হয়ে যান স্বয়ং প্রধানমন্ত্রীও৷ কোনওমতে মোদিকে ভিড় থেকে বের করে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা৷
বুধবার রীতিমাফিক দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দীর্ঘ ভাষণও দেন৷ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল শিশুরাও৷ ভাষণ শেষ হতেই প্রধানমন্ত্রীর গাড়ির চারিদিক ভিড় করে তারা৷ গাড়ি থেকে নেমে শিশুদের সঙ্গে কথা বলেন মোদি৷ ভবিষ্যৎ নাগরিকদের করমর্দন করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানান৷ প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিশুদের উচ্ছ্বাসের বাধ ভাঙে৷ আর ঠিক তখনই ঘটে বিপত্তি৷ শিশুদের হুড়োহুড়িতে প্রায় মাটিতে পড়েই যাচ্ছিলেন প্রধানমন্ত্রী৷ কোনওমতে পরিস্থিতি সামাল দেন এসপিজির কমান্ডোরা৷
[স্বাধীনতা দিবসে লন্ডন থেকে দেশে ফিরলেন ‘অপহৃত’ বুদ্ধ]
#WATCH PM Narendra Modi meets children at Red Fort, earlier today #IndependenceDayIndia pic.twitter.com/SD599L19Ab
— ANI (@ANI) August 15, 2018
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ ভিডিও দেখে নিন্দুকদের দাবি, লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই বিরোধীদের আক্রমণে অস্বস্তিতে পড়তে হচ্ছে মোদি সরকারকে৷ আর এবার শিশুদের ধাক্কাও আর সামলাতে পারলেন না ‘ছাপান্ন ইঞ্চির ছাতি’র প্রধানমন্ত্রী মোদি৷ সরগরম সোশ্যাল মিডিয়া৷
[দীর্ঘ তেরঙ্গায় স্বাধীনতা দিবস পালন অসম-গুজরাটে, বেরোল শোভাযাত্রা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.