Advertisement
Advertisement

‘ভীম’-এ লেনদেন করলে মিলবে আর্থিক পুরস্কার, ঘোষণা প্রধানমন্ত্রীর

মিলতে পারে ১৮০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক৷

PM Narendra Modi launches two schemes to reward BHIM App users
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 14, 2017 12:27 pm
  • Updated:October 9, 2019 5:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভীম’ অ্যাপ ইউজারদের জোড়া সুখবর শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভীমরাও আম্বেদকরের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার ‘ভীম’ অ্যাপ ইউজারদের জন্য দুটি স্কিম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর গতবছরের ডিসেম্বর মাসে ‘ভারত ইন্টারফেস ফর মানি’ বা ভীম অ্যাপ লঞ্চ করেছিল কেন্দ্র৷

এদিন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, “দেশের বহু মানুষের জীবনকে প্রভাবিত করেছে ভীম অ্যাপ৷ আমরা এমন একটা সময় পৌঁছে গিয়েছি, যেখানে আর্থিক লেনদেনের জন্য মোবাইল ফোন হলেই চলবে৷” এদিন যে দু’টি স্কিম প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, তার মধ্যে একটি হল ‘ভীম রেফারেল বোনাস স্কিম’৷ উবের বা পেটিএম-এর মতো অ্যাপ যাঁরা ব্যবহার করেন, তাঁদের কাছে এই পদ্ধতি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়৷ বতর্মান ইউজার তাঁর রেফারেল কোডটি অন্য কাউকে পাঠালে সেই নতুন ইউজার যদি ওই অ্যাপ ডাউনলোড করলে পুরনো ও নতুন (বা প্রেরক ও গ্রাহক) দু’জনেই অল্পবিস্তর লাভবান হন৷ সেই একই সুবিধা এবার কেন্দ্রও ভীম অ্যাপ ইউজারদের দেবে৷

নয়া স্কিম মোতাবেক কোনও ইউজার যিনি ইতিমধ্যেই ভীম অ্যাপ ব্যবহার করছেন, তিনি একজন নতুন ইউজারকে ভীম অ্যাপ ডাউনলোড করার আমন্ত্রণ জানাতে পারবেন৷ ওই নতুন ইউজার প্রথমবার ভীম অ্যাপ ডাউনলোড করে তিনটি লেনদেন করলেই যিনি কোড পাঠিয়েছেন ও যিনি ওই কোড ব্যবহার করে ক্যাশলেস লেনদেন করবেন- দুজনেই লাভবান হবেন৷ নোটিফিকেশন মারফত তাঁদের কাছে এই বার্তা পৌঁছে যাবে৷ যিনি রেফার করবেন, তিনি ১০ টাকা ও যিনি অ্যাপটি ব্যবহার করবেন তিনি ২৫ টাকা পর্যন্ত পেতে পারেন৷ এর পাশাপাশি ভীম মার্চেন্ট ক্যাশব্যাক স্কিমও এদিন লঞ্চ করেছেন প্রধানমন্ত্রী৷ ‘ভীম অ্যাপ’, ‘পে টু আধার’ ব্যবহার করলে এই স্কিমে ব্যবসায়ীরা প্রতি মাসে ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন৷ প্রতি ছ’মাসে ১৮০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন একজন ব্যবসায়ী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement