Advertisement
Advertisement

Breaking News

বর্ষপূর্তির প্রাক্কালে জিএসটি’র প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী

তুলে ধরলেন যোগ দিবসের সাফল্য ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান৷

PM Narendra Modi joined 'Maan ki Baat'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 24, 2018 2:11 pm
  • Updated:June 24, 2018 2:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় সরকারের সততার ফসল হল পণ্য ও পরিষেবা কর৷ একবছর পূর্ণ করার প্রাক্কালে ৪৫ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে রবিবার এমন ভাবেই জিএসটি’কে বর্ণনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাশাপাশি তুলে ধরলেন আন্তর্জাতিক যোগ দিবস এবং ঐতিহাসিক ভারত-আফগানিস্তান টেস্ট ম্যাচের সাফল্যের কথা৷ শোনালেন জনসংঘের প্রতিষ্ঠাতা তথা ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কাহিনী৷

[ইচ্ছাশক্তির জোরে আকাশে উড়ান দেবে চা-বিক্রেতার মেয়ে আঁচল]

Advertisement

২০১৪-তে নয়াদিল্লির তখতে বসার পর থেকেই ‘মন কি বাত’ অনুষ্ঠান করে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানে যেমন তুলে ধরা হয়, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনাকে৷ তেমনই শোনা হয়, সাধারণ মানুষের অভাব অভিযোগ৷ আগামি পয়লা জুলাই একবছর পূর্ণ করছে জিএসটি৷ গতবছর আগে এদিন থেকেই সমগ্র দেশজুড়ে এক কর ব্যবস্থা চালু করে কেন্দ্র৷ তা নিয়ে বিতর্কও কম হয়নি৷ কেন্দ্রের সমালোচনায় সুর চড়িয়েছেন বিরোধীরা৷ যা এখনও জারি রয়েছে৷ কিন্তু এসবের মাঝেই ‘মন কি বাত’ অনুষ্ঠানে জিএসটির ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী৷ বলেন, গত একবছর ধরে দেশে এক কর ব্যবস্থা চালু করতে সম্পূর্ণ সফল হয়েছে জিএসটি৷ যাতে লাভবান হয়েছেন সাধারণ মানুষ৷ তাঁর সংযোজনা, এটি কেন্দ্রীয় সরকার সততার প্রতিক৷

কেবল তাই নয়, সদ্য সমাপ্ত আন্তর্জাতিক যোগ দিবসের সাফল্য নিয়েও কথা বলতে শোনা যায় প্রধানমন্ত্রীকে৷ তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে রাষ্ট্রসংঘ, জাপান থেকে সৌদি আরব প্রত্যেকের স্বতঃস্ফূর্ত যোগদান মিলেছে৷ যোগ দিবসে অংশগ্রহণ করেছিল ভারতীয় সেনাও৷ তা উল্লেখ করে মোদি বলেন, আকাশপথ, বায়ু, মাটি, সাবমেরিন ও সিয়াচেন সকল স্থানেই ভারতীয় সেনারা যোগ দিবসের উৎসবে মেতে উঠেছেন৷ যা একজন ভারতীয় হিসাবে গর্বের৷

[পরিষেবা দিতে ব্যর্থ যোগী সরকার, রাস্তা সারাইয়ে নামলেন খোদ মন্ত্রী]

গত ২৩ জুন ছিল জনসংঘের প্রতিষ্ঠাতা ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু বার্ষিকী৷ ‘মন কি বাত’ অনুষ্ঠানে তাঁর অবদানের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী৷ বলেন, বাংলাকে ভারতের অবিচ্ছেদ্য অংশ করার জন্য আত্মবলিদান করেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়৷ সম্প্রতি ভারতের সঙ্গেই তাঁদের প্রথম টেস্ট ম্যাচ খেলেছে আফগানিস্তান ক্রিকেট দল৷ সেই খেলাকে ঐতিহাসিক আখ্যা দিয়ে, আফগান ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement