সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকা থেকে শুরু করে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক- পাঞ্জাবের ভাটিন্ডায় এইএমস-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে কোনও প্রসঙ্গই বাদ দিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কৌর বাদলের লোকসভা কেন্দ্র ভাটিন্ডায় ৭৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি তৈরি হবে, খরচ পড়বে ৯২৫ কোটি টাকা৷ শুধু ভাটিন্ডায় নয়, সাংগ্রুর, মনসা-সহ গোটা দক্ষিণ-পশ্চিম পাঞ্জাবের মানুষ এই হাসপাতালে চিকিৎসা করাতে আসতে পারবেন৷
এদিনের সভা থেকে পাকিস্তানকে নিশানা করেন মোদি৷ বলেন, “এখান থেকে পাকিস্তান দূরে নয়৷ একবার এ দেশের সেনাদের শৌর্যের দিকে নজর দিন৷ সার্জিক্যাল স্ট্রাইকের ফলে ওপারে ভূমিকম্প ঘটে গিয়েছে৷ যদিও ওদের সঙ্গে হিসাব-নিকেশ এখনও মিটে যায়নি৷” মোদি এদিন সাফ জানান, তিনি আরও একবার পাকিস্তানের সঙ্গে কথা বলতে চান৷ তাদের একটা সিদ্ধান্তে আসতে হবে, তারা কী চায়? ভারতের সঙ্গে যুদ্ধ নাকি দারিদ্র্য ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই? পেশোয়ারে যখন স্কুলে হামলা হয়, ভারত দুঃখ পায়৷ পাকিস্তানের আম জনতার উচিত তাঁদের শাসকদের বোঝানো৷
We made them realise the strength of our armed forces, says #PM referring to #surgicalstrike.
— Press Trust of India (@PTI_News) November 25, 2016
শুধু পাকিস্তান নয়, কালো টাকার বিরুদ্ধেও তাঁর জেহাদ যে বজায় থাকবে এদিন সে কথাও স্পষ্ট করে দিয়েছেন মোদি৷ নগদ টাকার বদলে মোবাইল ফোনকে ব্যবহার করে লেনদেনে উৎসাহ দেন প্রধানমন্ত্রী৷ তাঁর বক্তব্য, “কালো টাকা ও দুর্নীতি সবচেয়ে বেশি ক্ষতি করেছে মধ্যবিত্তর৷ জাল নোট এ দেশের যুবকদের কর্মসংস্থানের ক্ষতি করেছে৷ তবে মানুষ যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমি তাঁদের ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমার৷” তবে মোদির নোট বাতিলের নির্দেশের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ এদিন সংসদের বাইরে তিনি বলেন, “প্রধানমন্ত্রীকে সংসদে আসতে হবে৷ তাহলেই সত্যিটা বেরিয়ে পড়বে৷ আমরাও বলব, উনিও বলবেন৷ একবার সংসদে এসে দেখান না, দেখি আপনার মুখে কোন অভিব্যক্তি ধরা পড়ে”, বক্তব্য রাহুলের৷
Jaise hi PM house me aaenge doodh ka doodh aur pani ka pani ho jayega. Sab saaf ho jayega. Hum bhi bolenge vo bhi bolenge: Rahul Gandhi pic.twitter.com/IcpUOWMmUx
— ANI (@ANI_news) November 25, 2016
এর পাশাপাশি কৃষকদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেছেন, “সিন্ধুর জলের উপর আমাদের কৃষক ভাইদের অধিকার সবচেয়ে বেশি৷ ভারতের জল পাকিস্তানে যাবে না৷ কৃষকদের জন্য পর্যাপ্ত জলের বন্দোবস্ত করবে কেন্দ্র৷ প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, কৃষিকাজের জন্য পর্যাপ্ত জলের জোগান অব্যাহত রাখতে একটি টাস্ক ফোর্স তৈরি করছে কেন্দ্র৷”
The fields of our farmers must have adequate water. Water that belongs to India cannot be allowed to go to Pakistan: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 25, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.