গৌতম ব্রহ্ম, পানাজী: সৈকত রাজ্যে ফিরল প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মৃতি। রবিবার ২০১৯ সালে প্রয়াত গোয়ার (Goa) মুখ্যমন্ত্রীর মনোহর পারিকর (Manohar Parrikar) নামাঙ্কিত বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মনোহর পারিকর আন্তর্জাতিক বিমানবন্দর (Manohar Parrikar International Airport) উদ্বোধন করে মোদি বলেন, “নতুন বিমানবন্দরের ফলে রাজ্য যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন শিল্প উন্নত হবে।”
মোপার (Mopa) নতুন বিমানবন্দর তৈরিতে খরচ হয়েছে ২,৮৭০ কোটি টাকা। প্রথম পর্বে বছরে ৪৪ লক্ষ যাত্রীকে পরিষেবা দিতে সক্ষম হবে বিমানবন্দরটি। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৬ সালে নতুন বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কিছুদিন আগে মনোহরের ছেলে উৎপল পারিকর জানান, তাঁর বাবার নামে বিমানবন্দরটি হলে গোয়াবাসীর জন্য তা খুব আনন্দের ব্যাপার হবে। বাস্তবে তাই হল। রবিবার মনোহর পারিকর আন্তর্জাতিতক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দর উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, “এর ফলে যোগযোগ ব্যবস্থা ও গোয়ার পর্যটন শিল্প উন্নত হবে। পরিকাঠামো ক্ষেত্রে সরকারের পরিবর্তিত দৃষ্টিভঙ্গির প্রমাণ মনোহর পারিকর আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা দেশের ছোট শহরগুলিতে বিমানে ভ্রমণের উদ্যোগ নিয়েছি।”
এদিনই নবম বিশ্ব আয়ুর্বেদ কংগ্রেসের সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। জানান, সাত-আট বছরে আয়ুশের ব্যবসা সাত গুন বেড়েছে। ছিল ২০ হাজার কোটি। হয়েছে প্রায় ১.৫ লক্ষ কোটি। হারবাল মেডিসিন, মশলার ১০ লক্ষ কোটি টাকার বিশ্ব বাজার তৈরি হয়েছে। এই পরিস্থিতির সুযোগ নেওয়ার জন্যে আহ্বান জানান প্রধানমন্ত্রী মোদি। বলেন, আয়ুর্বেদের নতুন ব্যবসা শুরুর এটাই প্রকৃত সময়। ভেষজ চাষের নতুন দরজা খুলে গিয়েছে। কয়েক লক্ষ কর্মসংস্থান হয়েছে। যোগের সঙ্গে জুড়ে আয়ুর্বেদ ট্যুরিজমকে এগিয়ে যাচ্ছে। গোয়া এই ব্যাপারে দৃষ্টান্ত স্থান করতে পারে।
এদিন মোদি জি ২০ বৈঠকের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, “ভারতের আয়ুর্বেদ ও যোগের সনাতনী দর্শন আমরা সদস্য দেশগুলোর কাছে তুলে ধরব।” প্রধানমন্ত্রী এদিন ৯৭০ কোটি টাকার তিনটি আয়ুশ প্রকল্পের উদ্ভোধন করেন। গোয়াতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদের (এআইআইএ) ধাঁচে একটি নতুন এআইআইএ চালু হল। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ইউনানি ইনস্টিটিউট ও দিল্লিতে হোমিওপ্যাথি ইনস্টিটিউট চালু হল প্রধানমন্ত্রীর হাত ধরে। সব মিলিয়ে চারশো আসন বৃদ্ধি পেল। ৫০০ শয্যা বাড়ল। মোদি এদিন গোয়ার মোপায় নবনির্মিত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্ভোধনও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.