Advertisement
Advertisement

প্রথম ‘গ্রিন ফিল্ড’ বিমানবন্দর পেল সিকিম, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অবশেষে স্বপ্নপূরণ সিকিমবাসীর৷

PM Narendra Modi inaugurate the first airport in Sikkim at Pakyong
Published by: Sayani Sen
  • Posted:September 24, 2018 12:07 pm
  • Updated:September 24, 2018 12:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে সিকিমের স্বপ্নপূরণ৷ প্যাকিয়ং বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশের পাঁচটি উচ্চতম বিমানবন্দরের মধ্যে এটি একটি৷ রবিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনার পরই সিকিমের উদ্দেশ্যে রওনা হন তিনি৷ সোমবার সকালে গ্যাংটক থেকে প্রায় ৩৩কিলোমিটার দূরের এই বিমানবন্দরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ এই বিমানবন্দর উদ্বোধনের জেরে সাধারণ মানুষের যাতায়াতের বিশেষ সুবিধা হবে বলেই আশা সকলের৷ সিকিমের এই বিমানবন্দর চালু হওয়ার ফলে উত্তর-পূর্ব ভারতে পর্যটনেও গতি আসবে বলে আশা প্রশাসনের৷

[মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, আটকে বহু পর্যটক]

সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৭০০ ফুট উঁচুতে ২০০ একর এলাকার জুড়ে সিকিমে এই বিমানবন্দরটি গড়ে তোলা হয়েছে৷ বিমানবন্দরের অধিকর্তাদের বক্তব্য, পাহাড়ি এলাকায় বিমানবন্দর হওয়ায় রানওয়ে অনেকটাই কম৷ আপাতত ঠিক হয়েছে ৭০ আসনের যাত্রীবাহী বিমান ওঠানামা করবে৷ স্পাইসজেটের সঙ্গে কথা বলে অক্টোবর মাস থেকে প্যাকিয়ং-কলকাতা উড়ান চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বিমানবন্দরে রয়েছে আন্তর্জাতিক মানের টার্মিনাল, পার্কিং। উত্তর-পূর্ব ভারতের প্রথম ‘গ্রিন ফিল্ড’ বিমানবন্দর হিসাবে আত্মপ্রকাশ প্যাকিয়ং। নতুন এই বিমানবন্দর থেকে বাগডোগরার দূরত্ব ১২৪ কিলোমিটার৷ বাগডোগরা-সহ দেশের অধিকাংশ বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় পুলিশ৷ তা সত্ত্বেও আপাতত ঠিক হয়েছে এই বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি দেখভাল করবে সিকিম পুলিশ৷

[৯০ টাকা ছাড়াল পেট্রলের দাম, ঊর্ধ্বমুখী ডিজেলও]

গত ১০ মার্চ পরীক্ষামূলকভাবে সফল বাণিজ্যিক উড়ান ওড়ে এই বিমানবন্দর থেকে৷ তার আগে ৫ মার্চ বায়ুসেনার বিমান অবতরণ করে বিমানবন্দরটিকে৷ জুন মাসে প্যাকিয়ং বিমানবন্দর চালুর চেষ্টা হলেও তা কিছুটা পিছিয়ে যায়৷ অবশেষে সোমবার প্রধানমন্ত্রী এই বিমানবন্দরের উদ্বোধন করা হয় খুশি সিকিমবাসী৷

     পর্যটন ব্যবসায় গতি আসার আশায় খুশি ব্যবসায়ীরাও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement