Advertisement
Advertisement
PM Narendra Modi

মহামারী আবহে দুর্দান্ত কাজ করেছে বিচারব্যবস্থা, প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী

সুপ্রিম কোর্টেরও বিশেষ প্রশংসা শোনা গেল তাঁর গলায়।

PM Narendra Modi hails judiciary for its functioning amid Covid pandemic | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 6, 2021 4:07 pm
  • Updated:February 6, 2021 6:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিড পরিস্থিতিতেও দারুণ কাজ করেছে ভারতের বিচারব্যবস্থা। মহামারীর মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাধিক মামলার শুনানি করেছে শীর্ষ আদালত। শনিবার সু্প্রিম কোর্ট-সহ অন্যান্য আদালতের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুজরাট হাই কোর্টের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠান থেকেই দেশের বিচারব্যবস্থার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন : চিনের সঙ্গে আলোচনা হলেও ‘নিটফল শূন্য’, লাদাখ ইস্যুতে মন্তব্য জয়শংকরের]

এদিন প্রধানমন্ত্রী বলেন, “যে কোনও পরিস্থিতিতে ভারতের বিচারব্যবস্থা নিজেদের কর্তব্য পালন করতে অবিচল। মহামারী পরিস্থিতিতেও তার ব্যতিক্রম হয়নি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে লাগাতার শুনানি প্রক্রিয়া চালিয়ে গিয়েছে সু্প্রিম কোর্ট। হাই কোর্ট এবং অন্যান্য আদালতও ই-প্রসেডিং চালিয়ে গিয়েছে। তাদের এই ভূমিকা নিসন্দেহে প্রশংসনীয়।” প্রসঙ্গত, দেশে লকডাউন ঘোষণার সময় থেকেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানি প্রক্রিয়া চলছিল।

[আরও পড়ুন : ‘ঘরে-বাইরের বাজেট বিগড়ে দিয়েছে কেন্দ্র,’ টুইটে ফের মোদি সরকারকে আক্রমণ রাহুলের]

এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতীয় সংবিধানকে মজবুত করতে আদালতের ভূমিকা অনস্বীকার্য। সংবিধানের ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে সবসময় ইতিবাচক পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট (Supreme Court)। দেশের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা করতে সবসময় সতর্ক বিচারব্যবস্থা। এ প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, দেশের আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আদালতের ভূমিকা অনস্বীকার্য।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement