Advertisement
Advertisement

Breaking News

নরেন্দ্র মোদি

‘মোদি সরকারের অপেক্ষায় দেশ’, জোটসঙ্গী-সহ মনোনয়ন পেশ করে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী

দেশের গণতন্ত্র রক্ষার পক্ষে সওয়াল করলেন নরেন্দ্র মোদি৷

PM Narendra Modi filed nomination in Varanasi Lok Sabha constituency
Published by: Tanujit Das
  • Posted:April 26, 2019 2:50 pm
  • Updated:April 27, 2019 5:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ফের মোদি সরকারের অপেক্ষায় দিন গুনছে গোটা দেশ৷ আমাদের এখন সমস্ত রেকর্ড ভেঙে দিতে হবে৷’ দলীয় কর্মীদের উজ্জীবিত করতে বারাণসীর জনসভা থেকে বিরোধীদের এভাবেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানালেন, তিনি কত ভোটে জিতছেন তা গুরুত্বপূর্ণ বিষয় নয়৷ প্রয়োজনীয় বিষয় হল, গণতন্ত্রকে রক্ষা করা৷ এবং সেই বিষয়েই সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করতে চান তিনি৷

[আরও পড়ুন: নেতাদের প্রতিশ্রুতিতে ভরসা নেই, ভোটদানে আগ্রহী নন নির্ভয়ার বাবা-মা]

Advertisement

বৃহস্পতিবার বারাণসীতে সাত কিলোমিটার বর্ণাঢ্য রোড শো করার পর, শুক্রবার মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিনও মনোনয়ন জমা দেওয়ার আগে কাল ভৈরব মন্দিরে পুজো দেন তিনি৷ এরপর সোজা চলে যান জেলা শাসকের অফিসে৷ এদিন প্রধানমন্ত্রীর যাত্রা পথেও ভিড় জমিয়েছিলেন কাতারে কাতারে মানুষ৷ মোদিকে একপলক দেখার জন্য রাস্তার ফুট থেকে বাড়ির ছাদে ভিড় জমিয়েছিলেন সকলে৷ এনডিএ-র ক্ষমতা প্রদর্শন করতে এদিনও সমস্ত জোটসঙ্গীদের নিয়ে মনোনয়ন পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যেখানে উপস্থিত ছিলেন শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে, অকালি দলের প্রধান প্রকাশ সিং বাদল, জেডিইউ প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-সহ বিজেপির ছোট-বড় সমস্ত জোটসঙ্গীরা৷ এছাড়া মনোনয়ন পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনাথ সিং, সুষমা স্বরাজ, নীতীন গড়করি৷ 

[আরও পড়ুন: সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে প্রচারে নারাজ মধ্যপ্রদেশ বিজেপি র মুসলিমমুখ ]

এদিন মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে, তাঁকে সমর্থনের জন্য আবারও বারাণসীবাসীকে ধন্যবাদ জানান সেখানকার বিদায়ী সাংসদ৷ জানান, ‘‘নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব৷ তাই যত সম্ভব বেশি মানুষ নিজের মতামত প্রকাশ করুন৷ যাতে দেশ মজবুত হয়৷ ’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement