সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বস্ত অজিত দোভালের উপরেই ভরসা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দ্বিতীয়বার ক্ষমতায় এসেই আরও পাঁচ বছরের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে দোভালের মেয়াদবৃদ্ধি করল মোদি সরকার৷ এছাড়া নয়াদিল্লি সূত্রে খবর, ভারতের ‘জেমস বন্ড’কে ক্যাবিনেট পদমর্যাদাও দেওয়া হচ্ছে৷ অর্থাৎ, এবার থেকে কেন্দ্রীয় মন্ত্রীদের মতোই সমস্ত সুযোগ সুবিধা পাবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা৷
[ আরও পড়ুন: আন্দোলনের চাপে মাথা নোয়াল কেন্দ্র, শিক্ষাক্ষেত্রে বাধ্যতামূলক নয় হিন্দি ]
গত পাঁচ বছরে দেশের নিরাপত্তা উপদেষ্টা হিসাবে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ৭৪ বছরের অজিত দোভাল৷ ১৯৬৮ ব্যাচের এই আইপিএস অফিসারের প্রস্তাব মেনেই অনেক গুরুত্বপূর্ণ বিদেশনীতি কার্যকর করেছে প্রথম মোদি সরকার৷ তাঁর উপদেশেই উরি ও পুলওয়ামার পর পাক মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে সরকার৷ ২০১৬-তে সীমান্ত অতিক্রম করে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা৷ এবং ২০১৯-এ পাকভূমিতে ঢুকে বালাকোটে গজিয়ে ওঠা জঙ্গিঘাঁটি ধ্বংস করে এসেছে ভারতীয় বায়ুসেনা৷ কূটনৈতিক মহলের মতে, ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) প্রাক্তন প্রধানকে তাঁর এই সমস্ত কৃতিত্বেরই মর্যাদা দিলেন মোদি-শাহ৷ ক্যাবিনেট পদমর্যাদার পাশাপাশি আরও পাঁচ বছরের জন্য তাঁকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে বহাল রাখলেন তাঁরা৷
[ আরও পড়ুন: জলের দাবিতে আন্দোলনের জের, রাস্তায় ফেলে মহিলাকে মারধর বিজেপি বিধায়কের ]
উল্লেখ্য, ২০১৪-তে প্রথম মোদি সরকার ক্ষমতায় এসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিযুক্ত করে অজিত দোভালকে। ডোকলাম সমস্যা সমাধানেও সরকারের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি৷ চিনের সঙ্গে সীমান্ত বিষয়ক আলোচনায় ভারতের প্রতিনিধিত্ব করেন দোভাল। সূত্রের খবর, কেবল মোদি সরকারই নয়, বাজপেয়ীর সরকারের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি৷ তৎকালীন গোয়েন্দাপ্রধান হিসাবে সন্ত্রাসবাসী মাসুদ আজহারকে কান্দাহারে ছেড়ে এসেছিলেন তিনিই। যা বিষয়কে ইস্যুকে এবারের নির্বাচনে দোভালকে আক্রমণে করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী-সহ বিরোধীরা৷
Delhi: National Security Advisor Ajit Doval leaves from MHA. He has been given Cabinet rank in Government of India in recognition of his contribution in the national security domain. His appointment will be for five years. pic.twitter.com/jhTtkqSVUJ
— ANI (@ANI) June 3, 2019
NSA Ajit Doval given Cabinet rank in Government of India in recognition of his contribution in the national security domain. His appointment will be for five years. pic.twitter.com/ZGrFXniUWF
— ANI (@ANI) June 3, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.