সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা মহামারীর সঙ্গে লড়াই করছে দেশ। এহেন সময়ে দলীয় কর্মীদের চাঙ্গা করতে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার ভারচুয়াল মাধ্যমে নমো বলেন, “ভোটের জন্য নয়, বিজেপি কর্মীরা দেশের জন্য কাজ করেন।”
जनसंघ और बीजेपी के जन्म का मूलतः उद्देश्य यही था कि हमारा देश सुखी कैसे बने, समृद्ध कैसे बने!
हम लोगों ने राजनीति में सत्ता को सेवा का माध्यम माना, हमने कभी भी सत्ता को अपने लाभ का माध्यम नहीं बनाया।
निःस्वार्थ सेवा ही हमारा संकल्प और संस्कार रहा है: पीएम मोदी #SevaHiSangathan pic.twitter.com/djfA7sxlY9
— BJP (@BJP4India) July 4, 2020
করোনাকালে এর আগে গত ৬ এপ্রিল কর্মীদের বার্তা দিয়েছিলেন মোদি। তারপর আজ ফের প্রধানমন্ত্রী বলেন, “এই টালমাটাল সময়ে দেশজুড়ে আমাদের সমর্থকরা মানুষের জন্য কাজ করে চলেছেন। যাঁদের সাহায্যের প্রয়োজন তাঁদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন তাঁরা।” তিনি আরও বলেন, “জনসংঘ ও বিজেপির জন্মের মূল উদ্দেশ্য হচ্ছে দেশকে সুখী ও সমৃদ্ধ করা। আমরা রাজনীতির মাধ্যমে জনতার সেবা করছি। আমরা কখনও ব্যক্তিগত লাভের জন্য মসনদ ব্যবহার করিনি।”
এদিন দেশের প্রত্যন্ত অঞ্চলে দলীয় কর্মীদের অবদানের কথা মনে করিয়ে তাঁদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, প্রত্যন্ত অঞ্চলে থেকে যাঁরা দিনরাত কাজ করে চলেছেন, তাঁদের ছবি টেলিভিশনে আসে না। তবুও প্রচারের আশা না করে নিরলসভাবে তাঁরা কাজ করে যাচ্ছেন।
গত ৬ এপ্রিল বিজেপির সর্বভারত সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বলেছিলেন দলের ৪০ বছর পূর্তিতে প্রতিটি বুথে ৪০টি পরিবারের দায়িত্ব নেবেন দলের কর্মীরা। আজ সেই প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যে কথা দিয়েছিলাম তা পালন করেছি। সাফল্যের সঙ্গে আমাদের কর্মীরা কাজ করছেন।” এদিনের দিল্লিতে বিজেপির সদর দপ্তরে ভারচুয়াল সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মল সীতারমণ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ অনেকেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.