Advertisement
Advertisement

Breaking News

বিদ্যুৎ থেকেই হবে উপার্জন, গুজরাটের মোধেরাকে দেশের প্রথম সৌরশক্তির গ্রাম ঘোষণা মোদির

কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে মোধেরায় গড়ে উঠেছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প।

PM Narendra Modi declares Gujarat’s Modhera as India's first solar powered village | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 9, 2022 8:34 pm
  • Updated:October 9, 2022 8:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার গুজরাটের (Gujarat) মেহসানা জেলার (Mehsana District) মোধেরাকে দেশের প্রথম সৌরশক্তি চালিত গ্রাম (Solar Power Village) ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে এই গ্রামে দেশের অন্যতম বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প (Solar Power Project) গড়ে তোলা হয়েছে। তবে শুধু এই প্রকল্পই নয়, রবিবার শুরু হওয়া তিনদিনের গুজরাট সফরে মোট ১৪ হাজার ৬০০ কোটি টাকার প্রকল্প জাতীর উদ্দেশে উৎসর্গ করবেন মোদি।

উল্লেখ্য, মোধেরা সূর্য মন্দির থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে সুজনপুরায় একটি ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, ১ হাজার ৩০০ সোলার সিস্টেম (Rooftop Solar Systems) গড়ে তোলা হয়েছে এই প্রকল্পে। এর মাধ্যমে মোধেরা সূর্য মন্দির এবং শহরে চব্বিশ ঘণ্টা বিদ্যাৎ সরবরাহ করা সম্ভব হবে। যা কেন্দ্র-রাজ্যের যৌথ প্রকল্পে সম্ভব হয়েছে। এই প্রকল্পে দুই ধাপে রাজ্য এবং কেন্দ্র পঞ্চাশ শতাংশ করে ৮০.৬৬ কোটি টাকা ব্যয় করেছে।

Advertisement

[আরও পড়ুন: হিন্দু দেবতাদের না মানায় বিক্ষোভ, কেজরিওয়ালের মন্ত্রিসভা থেকে ইস্তফা বৌদ্ধ মন্ত্রীর]

এদিন মোদি বলেন, “সূর্য মন্দিরের জন্য পরিচিত মোধেরা এবার সৌরশক্তিতে অগ্রগতির জন্য পরিচিত হবে।” প্রধানমন্ত্রী আরও বলেন, “মোধেরার জন্য ঐতিহাসিক দিন আজ। কারণ এই দিনে সৌরশক্তি ব্যবহারে বড় পদক্ষেপ করল মোধেরা।” তিনি আরও জানান, এবার থেকে মোধেরার বাসিন্দারা বিদ্যুতের জন্য আর পয়সা দেবে না, বরং বিদ্যুৎ বিক্রি করে তারা উপার্জন করবেন। প্রধানমন্ত্রী বলেন, “কিছুদিন আগে পর্যন্ত সরকার নাগরিকদের বিদ্যুৎ সরবরাহ করত। এখন নাগরিকরা তাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবেন।”

[আরও পড়ুন: ‘হাত কাটুন, মাথা কাটুন, বেছে বেছে মারুন ওদের’, VHP’র সভা থেকে হিংসা ছড়ানোর অভিযোগ]

এদিকে জানা গিয়েছে, তিন দিনের গুজরাট সফরে সোমবার ভারুচ, আহমেদাবাদ এবং জামনগর সফর করবেন মোদি। ভারুচে ৮,০০০ কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করবেন। পরদিন আহমেদাবাদের হাসপাতালে নতুন প্রকল্প উদ্বোধন করবেন। এইসঙ্গে গুজরাটের মোধেশ্বরী মাতা মন্দির এবং সূর্য মন্দির পরিদর্শন করবেন। প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশের শ্রী মহাকালেশ্বর মন্দিরও দর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement