Advertisement
Advertisement

টুইটারে নাম বদলের হিড়িক বিজেপি নেতাদের মধ্যে, কেন জানেন?

নাম বদলালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ৷

PM Narendra Modi chanded name in twitter, add Chowkidar on prefix
Published by: Tanujit Das
  • Posted:March 17, 2019 5:10 pm
  • Updated:April 17, 2019 2:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৪-র ভোট প্রচারে নিজেকে দেশের ‘চৌকিদার’ বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর এই স্লোগানতেই মোদির সমালোচনার মোক্ষম অস্ত্র হিসাবে ব্যবহার করছে কংগ্রেস-সহ বিরোধীরা৷ প্রধানমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে বারবার ‘চৌকিদার চোর হ্যায়’ বলে আক্রমণ শানাচ্ছেন কংগ্রেস-সভাপতি রাহুল গান্ধী-সহ অন্য বিরোধী নেতারা৷ বিরোধীদের সেই সমালোচনাকেই ২০১৯-এর প্রচারের অন্যতম হাতিয়ার হিসাবে ব্যবহার করতে শুরু করেছে বিজেপি৷ এবারের নির্বাচনী প্রচারে গেরুয়া শিবিরের নয়া সংযোজন ‘ম্যায় ভি চৌকিদার’ ক্যাম্পেন৷

[মুখ্যমন্ত্রী পারিকরের শারীরিক অবস্থার অবনতি, গোয়া বাঁচাতে মরিয়া বিজেপি ]

Advertisement

এই প্রচারের প্রথম ভাগে ইতিমধ্যেই ‘ম্যায় ভি চৌকিদার’ ভিডিও প্রকাশ করেছে বিজেপি৷ যেখানে দেশের বিভিন্ন শ্রেণির মানুষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর আস্থা রেখে দিতে শোনা যাচ্ছে ‘আমিও চৌকিদার’ স্লোগান৷ সচেতনতামূলক বিভিন্ন বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে প্রচারমূলক সেই ছোট ছোট ভিডিও৷ এবার রবিবার প্রকাশ পেয়েছে এই নির্বাচনী প্রচার কৌশলের দ্বিতীয় ভাগ৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপি সভাপতি অমিত শাহ-সহ কেন্দ্রীয় মন্ত্রীরা, প্রত্যেকেই টুইটারে নিজেদের নাম পরিবর্তন করতে শুরু করেছেন৷ প্রত্যেকে নামের আগে ‘চৌকিদার’ যোগ করতে শুরু করেছেন৷ ইতিমধ্যে টুইটারে ট্রেন্ডিং হচ্ছে #ChowkidarPhirSe, #iTrustChowkidar, #mainbhichowkidaar, #ChowkidarNarendraModi ইত্যাদি৷

[প্রার্থী ঘোষণায় গড়িমসি, আজ ফের অমিতের মুখোমুখি দিলীপ-রাহুলরা]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement