Advertisement
Advertisement

Breaking News

Narendra Modi

বিজেপির সভামঞ্চে অশীতিপর আদিবাসী বৃদ্ধার পা ছুঁয়ে প্রণাম মোদির, কে তিনি?

নেটিজেনদের মনে প্রশ্ন কে এই বৃদ্ধা? পা ছুঁয়ে যার আশীর্বাদ নিচ্ছেন খোদ প্রধানমন্ত্রী!

PM Narendra Modi bows down to Padma awardee Purnamasi Jani in Kandhamal Odisha
Published by: Amit Kumar Das
  • Posted:May 11, 2024 5:56 pm
  • Updated:May 11, 2024 6:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি দেশের প্রধানমন্ত্রী (Prime Minister)। ক্ষমতাবলে দেশের সর্বময় কর্তা। নির্বাচনী প্রচারে গিয়ে এহেন নরেন্দ্র মোদিকেই দেখা গেল ৮০ বছর বয়সি এক বৃদ্ধার পা ছুঁয়ে প্রণাম করতে। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, ওই বৃদ্ধার গলায় উত্তরীয় পরিয়ে পা ছুঁয়ে তাঁর আশীর্বাদ নিচ্ছেন প্রধানমন্ত্রী। ভিডিও প্রকাশ্যে আসার পর স্বাভাবিক ভাবেই নেটিজেনদের মনে প্রশ্ন উঠতে শুরু করে কে এই মহিলা?

নির্বাচনী প্রচার উপলক্ষে শনিবার ওড়িশার কন্ধামালে এক জনসভায় উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই প্রধানমন্ত্রীর মঞ্চে দেখা যায় সাদা শাড়ি পরিহিতা এক বৃদ্ধাকে। ধুলোমাখা পায়ে তাঁর অতি সাধারণ চটি, হাতের লাঠি ঠুকে অতি কষ্টে মঞ্চে ওঠেন বৃদ্ধা। তিনি মঞ্চে উঠতেই খোদ প্রধানমন্ত্রী এগিয়ে এসে তাঁকে উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানান। এর পর পা ছুঁয়ে তাঁকে প্রণাম করেন তিনি। তবে বৃদ্ধাকে দেখতে অতি সাধারণ লাগলেও প্রধানমন্ত্রী যাকে প্রণাম করলেন তিনি একেবারেই সাধারণ মহিলা নন। ৮০ বছর বয়সি পদ্মশ্রী (Padma awardee) পুরস্কারপ্রাপ্ত এই বৃদ্ধার নাম পূর্ণমাসী জানি (Purnamasi Jani)। ওড়িশার জনপ্রিয় একজন কবি ও সমাজকর্মী হিসেবে পরিচিত তিনি। কুই, ওড়িয়া এবং সংস্কৃত ভাষায় ৫০,০০০ এরও বেশি ভক্তিমূলক গান রচনা করেছেন পূর্ণমাসী। তাঁর এই কর্মকাণ্ডের জেরেই ২০২১ সালে তাঁকে পদ্মশ্রী পুরস্কার দেয় ভারত সরকার। এদিন তাঁকেই দেখা যায় প্রধানমন্ত্রীর মঞ্চে।

Advertisement

[আরও পড়ুন: হিমাচলে ট্রেকিংয়ে গিয়ে জখম মার্কিন মহিলার প্রাণ বাঁচাল বায়ুসেনা]

তবে মোদির প্রণামের সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেটিজেনদের মধ্যে। দেশের প্রধানমন্ত্রী হয়েও এক জন মহিলার পা ছুঁয়ে প্রণাম করায় প্রধানমন্ত্রীর ঢালাও প্রশংসা করেছেন নেটাগরিকরা। অন্যদিকে রাজনীতি থেকে দূরে থাকা পূর্ণমাসীর মতো একজন জনপ্রিয় শিল্পীকে রাজনীতির মঞ্চে তোলায় নিন্দায় সরব হয়েছেন বহু মানুষ।

[আরও পড়ুন: দুই স্ত্রী থাকলে মিলবে ২ লাখ! কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক]

বিরোধী শিবিরের অভিযোগ, আসলে শিল্পী পূর্ণমাসীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন নরেন্দ্র মোদি। রাজনীতির মঞ্চে তুলে ওড়িশার জনতার ভাবাবেগকে উস্কে দেওয়ার চেষ্টা হয়েছে। এই প্রণামও তারই একটা অংশ। অবশ্য ভোট রাজনীতিতে নরেন্দ্র মোদির এমন আচরণ এই প্রথমবার নয়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে কুম্ভ স্নান সেরে সাফাই কর্মীদের পা ধোয়াতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে। যা নিয়ে সেবার কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির। গোটা ঘটনাকে শুধু ‘ফটোস্যুট’ বলে কটাক্ষ করেছিল বিরোধী শিবির। এই ঘটনার পিছনেও রাজনীতি দেখছে বিরোধীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ