Advertisement
Advertisement

বড় সিদ্ধান্ত মোদির, বালাকোট স্ট্রাইকের কান্ডারিকেই ‘র’ প্রধান করলেন প্রধানমন্ত্রী

নয়া আইবি প্রধান হলেন আইপিএস অফিসার অরবিন্দ কুমার৷

PM Narendra Modi appointed new R&AW chief and IB chief
Published by: Tanujit Das
  • Posted:June 26, 2019 4:09 pm
  • Updated:June 26, 2019 4:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও দুই বিশ্বস্ত আমলার হাতেই দেশের নিরাপত্তার দায়িত্ব তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বালাকোট এয়ার স্ট্রাইকের মূল কান্ডারিকে এবার ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ এর প্রধান নিযুক্ত করলেন প্রধানমন্ত্রী৷ সমন্ত গোয়েলের হাতে ‘র’ এর দায়িত্ব তুলে দিলেন প্রধানমন্ত্রী৷ একই সঙ্গে, অরবিন্দ কুমারকে নয়া ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি প্রধান নিযুক্ত করলেন তিনি৷

[ আরও পড়ুন: অসমে প্রকাশিত নাগরিকপঞ্জির অতিরিক্ত খসড়া, নাম নেই ১ লক্ষ মানুষের   ]

Advertisement

জানা গিয়েছে, ১৯৮৪ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের আইপিএস অফিসার সমন্ত গোয়েল৷ এবং ওই একই বছর অসম-মেঘালয় ক্যাডারের আইপিএস অফিসার অরবিন্দ কুমার৷ নয়াদিল্লি সূত্রে খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায় ভয়ংকর জঙ্গি হামলার পর, পাকিস্তানের বালাকোটে ‘অপারেশন বাঁদর’ নামক যে সন্ত্রাসদমন অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা৷ তার ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন সমন্ত গোয়েল৷ কীভাবে, কখন এবং কোন পথে পাকিস্তানে ঢুকে পাক মদতপুষ্ট জঙ্গিদের সবচেয়ে বেশি ঘায়েল করা যাবে, সেই কৌশল রচনা করেছিলেন তিনিই৷ সেই মতোই ওই এয়ার স্ট্রাইক অপারেশন চালায় সেনা৷ মেলে আশানুরূপ সাফল্যও৷ বালাকোটে গড়ে ওঠা জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়ে সফল ভাবে দেশে ফেরেন ভারতীয় বায়ুসেনার পাইলট৷ সূত্রের খবর, কেবল বালাকোট নয়, ২০১৬-তে উরি হামলার পর পাক অধিকৃত কাশ্মীরে যে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারতীয় সেনা৷ সেই পরিকল্পনা দলেও সদস্য ছিলেন ১৯৮৪ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের এই আইপিএস অফিসার৷ এছাড়া নয়ের দশকে সাফল্যের সঙ্গে পাঞ্জাবে বেড়ে ওঠা বিচ্ছিন্নতাবাদীদের সামাল দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর৷ এবং আমলা মহলে ‘পাকিস্তান এক্সপার্ট’ নামেই পরিচিত তিনি৷

[ আরও পড়ুন: ৮৪ হাজার শূন্যপদে আধাসেনায় নিয়োগ, সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের ]

জানা গিয়েছে, একই ভাবে আমলা মহলে ‘কাশ্মীর এক্সপার্ট’ নামে পরিচিত নয়া আইবি প্রধান অরবিন্দ কুমার৷ দীর্ঘদিন ধরে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী এবং বামপন্থী বিচ্ছিন্নতাবাদ ও মাওবাদীদের প্রতিহত করার কাজ করেছেন তিনি৷ সূত্রের খবর, প্রথম জীবনে অসম পুলিশে কাজ করতেন অরবিন্দ কুমার৷ কিন্তু খুব কম সময়ের মধ্যেই আইবিতে যোগ দেন তিনি৷ এরপর থেকে দিল্লিতেই কাজ করছেন ১৯৮৪ ব্যাচের অসম-মেঘালয় ক্যাডারের এই আইপিএস অফিসার৷ এর আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে অজিত দোভালের মেয়াদ পাঁচ বছরের জন্য বৃদ্ধি করেছেন প্রধানমন্ত্রী৷ তাঁকে ক্যাবিনেট মন্ত্রীরও পদ দিয়েছেন তিনি৷ এছাড়া মন্ত্রিসভায় চমক হিসাবে এনেছেন প্রাক্তন বিদেশ সচিব এস জয়শংকরকে৷ বিদেশ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement