সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রঙের উৎসবে সম্প্রীতির বার্তা। রাজ্যবাসীকে ভালোবাসার বন্ধন সুদৃঢ় করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐক্যের বার্তা দিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও।
দোলের সকালে রাজ্যবাসীকে শুভনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রীর পোস্ট, ‘সকলকে জানাই দোলযাত্রা ও হোলির আন্তরিক শুভনন্দন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলার প্রতিটি মানুষের জীবন শান্তি-সম্প্রীতি-ভালোবাসার রঙে রাঙিয়ে উঠুক, বাংলায় মানুষে- মানুষে যে ভালোবাসার বন্ধন তা আরও সুদৃঢ় হোক-আজকের এই শুভদিনে এই প্রার্থনাই করি।’ তাৎপর্যপূর্ণভাবে এবার হিন্দিতেও দোলের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বার্তা অবশ্য একই।
“নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল…”
সকলকে জানাই দোলযাত্রা ও হোলির আন্তরিক শুভনন্দন।
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, বাংলার প্রতিটি মানুষের জীবন শান্তি-সম্প্রীতি-ভালোবাসার রঙে রাঙিয়ে উঠুক, বাংলায় মানুষে মানুষে যে ভালোবাসার বন্ধন তা আরো সুদৃঢ় হোক – আজকের এই শুভদিনে এই প্রার্থনাই… pic.twitter.com/qgLMlULemh
— Mamata Banerjee (@MamataOfficial) March 14, 2025
দোল উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর সম্প্রীতির বার্তা দেওয়া বেশ তাৎপর্যপূর্ণ। এ বছর রমজান মাসের মধ্যেই দোল উৎসব। বিজেপির তরফে রাজ্যে মেরুকরণের যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিন দুই আগে বিধানসভা চত্বরে দাঁড়িয়ে রীতিমতো উসকানিমূলক বার্তা দিয়েছেন বলে দাবি শাসক শিবিরের। দোলেও যে প্ররোচনা দেওয়া হতে পারে, সে আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না শাসক দল। স্বাভাবিকভাবেই বাড়তি সতর্ক প্রশাসন। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর দেওয়া সম্প্রীতির বার্তা তাৎপর্যপূর্ণ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশবাসীর উদ্দেশে ঐক্যের বার্তা দিয়েছেন। সোশাল মিডিয়ায় তিনি বলছেন, “সকলকে হোলির শুভেচ্ছা। আনন্দে ভরা এই উৎসব সকলের জীবনে নতুন উৎসাহ ও শক্তি সঞ্চার করবে এবং দেশবাসীর মধ্যে ঐক্যের রঙ সঞ্চালিত করবে।” লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন।
आप सभी को होली की ढेरों शुभकामनाएं। हर्ष और उल्लास से भरा यह पावन-पर्व हर किसी के जीवन में नई उमंग और ऊर्जा का संचार करने के साथ ही देशवासियों की एकता के रंग को और प्रगाढ़ करे, यही कामना है।
— Narendra Modi (@narendramodi) March 13, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.