Advertisement
Advertisement

ফোর্বসের সেরা দশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়েছেন যাঁরা, তাঁরাই রয়েছেন ফোর্বসের তালিকায়৷

PM Narendra Modi among world's top 10 most powerful people
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 15, 2016 8:40 am
  • Updated:December 15, 2016 8:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তির তালিকায় প্রথম দশেই রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ফোর্বস পত্রিকার সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে৷ মোট ৭৪ জনের মধ্যে সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তিত্ব হিসাবে নাম রয়েছে ভ্লাদিমির পুতিনের৷ দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প৷ নবম স্থানে রয়েছেন মোদি৷ ফোর্বস জানিয়েছে, বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়েছেন যাঁরা, তাঁরাই রয়েছেন তালিকায়৷ ক্রমশই আন্তর্জাতিক পরিসরে নরেন্দ্র মোদির গুরুত্ব ও জনপ্রিয়তা বাড়ছে৷ এর আগে টাইম ম্যাগাজিনের পাঠকদের বিচারে জনপ্রিয়তার শীর্ষে ছিল প্রধানমন্ত্রীর নাম৷

অন্যদিকে, দুর্নীতি রোধই যে তাঁর মূল লক্ষ্য, সে কথা আরও একবার বোঝালেন নরেন্দ্র মোদি৷ নোট বাতিল ইস্যুতে বিরোধীরা যতই একজোট হয়ে আক্রমণ শানাক না কেন, লক্ষ্যে অবিচল থাকার কথাই বললেন প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদি ফের জানিয়ে দিয়েছেন, দেশকে কালো টাকা ও দুর্নীতির জাল থেকে মুক্ত করাই তাঁর অগ্রাধিকারের তালিকায় প্রথম দিকে থাকবে৷ একইসঙ্গে নতুন কর্মসংস্থান ও স্বনিযুক্তি প্রকল্পে আরও সুযোগ তৈরি করাও তাঁর লক্ষ্য৷

Advertisement

গতকাল, ভিডিও কনফারেন্সের মাধ্যমে মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে একটি সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী৷ সম্মেলনে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকও৷ প্রধানমন্ত্রী বলেন, “ভারত এখন অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে৷ আমরা ডিজিটাল ও ক্যাশলেস অর্থনীতির দিকে এগোচ্ছি৷” গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী আচমকা পাঁচশো, হাজার টাকার পুরনো নোট বাতিল করে দেন৷ তা নিয়ে বিরোধীরা তুমুল প্রতিবাদ-আন্দোলন শুরু করলেও মোদি এদিন বলেছেন, “আপাতত সিস্টেম থেকে কালো টাকা ও দুর্নীতির প্রকোপ মুক্ত করা আমার কর্মসূচির একেবারে প্রথম দিকেই রয়েছে৷” তাঁর দাবি, ভারতের অর্থনৈতিক উন্নয়নের অভিমুখ এমনভাবে স্থির করা হচ্ছে যাতে কর্মসংস্থান ও স্বনিযুক্তি প্রকল্পে কাজের সুযোগ আরও বাড়ানো যায়৷

পাশাপাশি, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়াতে ও বিদেশি লগ্নি আকৃষ্ট করতে নানা ধরনের পদক্ষেপ করা হচ্ছে৷ তারই অন্যতম মাধ্যম সংবিধান সংশোধনের মাধ্যমে পণ্য পরিষেবা বিল (জিএসটি) চালু করা৷ যাতে ভারতের পরোক্ষ কর ব্যবস্থা বিলোপ করে অভিন্ন কর চালু করা সম্ভব হয়৷ সংসদে এই বিল ইতিমধ্যেই পাস হয়ে গিয়েছে৷ ২০১৭-র মধ্যে জিএসটি চালু হয়ে যাবে বলেও সম্মেলনে উপস্হিত প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন মোদি৷ “যাঁরা এখনও ভারতে আসেননি, আমরা তাঁদের স্বাগত জানাচ্ছি৷ লগ্নির ক্ষেত্রে ভারত শুধু আকর্ষণীয় গন্তব্য নয়৷ ভারতে লগ্নি করাটাও অত্যন্ত ভাল সিদ্ধান্ত হতে পারে৷ আমরা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের জন্য নতুন সেক্টর খুলে দিয়েছি৷ বর্তমান সেক্টরগুলিতে বিনিয়োগের ঊর্ধ্বসীমা বাড়িয়েছি,” মন্তব্য মোদির৷ লগ্নির ক্ষেত্রে নানা শর্ত আরও শিথিল করা হচ্ছে বলেও প্রধানমন্ত্রী ইঙ্গিত দেন৷ তিনি জানান, গত দু’বছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ১৩ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছে গিয়েছে৷ ‘মেক ইন ইন্ডিয়া’-র দ্বিতীয় বর্ষপূর্তির উল্লেখ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতকে উৎপাদন, পরিকল্পনা ও উদ্ভাবনের নতুন কেন্দ্র হিসাবে গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement