সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্থমন্ত্রী অরুণ জেটলির বাজেট পেশের পর অবশেষে লোকসভায় মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভায় জবাবি ভাষণে ফের একবার রাহুল গান্ধী-সহ গোটা গান্ধী পরিবারকেই কটাক্ষ করেন তিনি। সোমবার রাতে ভূমিকম্পের তুলনা টেনে রাহুলের উদ্দেশে বলেন, ‘অবশেষে ভূমিকম্প এল। আমি ভাবছিলাম ভূমিকম্প এল কীভাবে? পরে ভেবে দেখলাম এর জন্য দায়ী রাহুল গান্ধীর ‘স্ক্যাম’-এর ব্যাখ্যা। তার কথার কারণেই ধরিত্রীমাতা কেঁপে উঠেছে। কেলেঙ্কারি এবং সেবাকে এক করে দিয়েছেন রাহুল। এক পরিবারের কাছেই গণতন্ত্রের বিসর্জন দেওয়া হয়েছে। ভারতের স্বাধীনতা কোনও পরিবারের অবদান নয়।’ এদিন বক্তৃতা দিতে উঠেই বিরোধীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন মোদি। পরে নিজের ভাষণে তাঁদেরও সমালোচনা করেন। এছাড়া মোদি নোটবাতিল থেকে শুরু করে বাজেট এগিয়ে আনার প্রসঙ্গেও মুখ খোলেন।
এক নজরে দেখে নেওয়া যাক লোকসভার জবাবি ভাষণে আর কী কী বললেন প্রধানমন্ত্রী:
কংগ্রেসের উদ্দেশে:
নোট বাতিল প্রসঙ্গে:
কালো টাকা উদ্ধারের প্রসঙ্গে:
সার্জিকাল স্ট্রাইক প্রসঙ্গে:
বিরোধীদের উদ্দেশে:
এছাড়া তিনি আরও বলেন:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.