Advertisement
Advertisement

Breaking News

Uttarkashi

‘খারাপ কিছু হয়ে গেলে যে কী হত!’, উত্তরকাশীর শ্রমিকদের সামনে আবেগপ্রবণ মোদি

শ্রমিকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী।

PM Modi's telephonic conversation with the Uttarkashi workers। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 29, 2023 9:37 am
  • Updated:November 29, 2023 10:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমস্ত অস্বস্তির অবসান হয়েছে মঙ্গলবার সন্ধেয়। ১৬ দিনে পেরিয়ে ১৭তম দিনে উদ্ধার উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া ৪১ শ্রমিক। কেমন আছেন তাঁরা? জানা যাচ্ছে, সকলেই সুস্থ রয়েছেন। তাঁদের দেরাদুনের এইমসে নিয়ে যাওয়া হতে পারে। এদিকে শ্রমিকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদি।

শ্রমিকদের সঙ্গে কথা বলার সময় মোদিকে বলতে শোনা যায়, ”প্রথমেই আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। এমন সংকট কাটিয়ে উঠে আপনারা মুক্ত হয়েছেন! আমি কতটা আনন্দ পেয়েছি ভাষায় প্রকাশ করতে পারব না। খারাপ কিছু হয়ে গেলে নিজেকে কী করে সামলাতাম বলা কঠিন। এটা কেদারনাথ বাবার কৃপা যে আপনারা সকলে ভালো রয়েছেন। ১৬-১৭ দিন সময়টা কম নয়। আপনারা দারুণ সাহসের পরিচয় দিয়েছেন। একে অপরের সাহস বাড়িয়েছেন। সাধারণত এই ধরনের পরিস্থিতিতে রেলের কামরায় পর্যন্ত ঝগড়া লেগে যায়। কিন্তু আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমি নিয়মিত খোঁজ রাখতাম। মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। খবর পেতাম, কিন্তু দুশ্চিন্তা দূর হত না।”

Advertisement

[আরও পড়ুন: ‘অভিনেত্রী নয়, শিক্ষিত মানুষ চাই’, লোকসভার আগে নুসরত ‘বিরোধী’ পোস্টারে ছয়লাপ বসিরহাট]

পরে শ্রমিকদের তরফে এক শ্রমিক তাঁর অভিজ্ঞতার কথা ভাগ করে নেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তিনি জানান, বিভিন্ন রাজ্যের হলেও ৪১ জন শ্রমিক একসঙ্গে জোটবদ্ধ হয়ে থেকেছেন। সবাই মিলে খাওয়া দাওয়া করা, খাওয়া শেষে হেঁটে হেঁটে সুড়ঙ্গে ঘুরে বেড়ানো এমনকী সকালে উঠে ব্যায়াম করার মতো কাজ তাঁরা করে গিয়েছেন। পাশাপাশি তাঁদের উদ্ধার করার প্রসঙ্গ তুলে তিনি ধন্যবাদ দেন উত্তরাখণ্ড (Uttarakhand) সরকারকে।

প্রসঙ্গত, ১৭ দিন আগে সিল্কইয়ারা এবং দণ্ডলগাঁওয়ের মাঝে তৈরি হতে থাকা উত্তরকাশীর (Uttarkashi) সুড়ঙ্গ হঠাৎই ধস নামে। সাড়ে চার কিলোমিটার দীর্ঘ টানেলটির ১৫০ মিটার লম্বা এলাকা জুড়ে নেমেছিল ধস। আর সেখানে থাকা ৪১ জন শ্রমিক আটকে পড়েন সেখানেই। শুরু হয় উৎকণ্ঠা। আটক শ্রমিকদের পরিবার তো বটেই, প্রশাসন ও গোটা দেশের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েন। বার বার নানা রকম পরিকল্পনা করলেও কাজের কাজ হচ্ছিল না। অবশেষে মঙ্গলবার সফল হয় উদ্ধার অভিযান। সুড়ঙ্গে থেকে একে একে বেরিয়ে আসেন আটক শ্রমিকরা।

[আরও পড়ুন: জলে গেল ঋতুরাজের সেঞ্চুরি, বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে অস্ট্রেলিয়াকে জেতালেন ম্যাক্সওয়েল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement