Advertisement
Advertisement

প্রধানমন্ত্রীকে বিদ্রূপ শিব সেনার, তুলনা আলেকজান্ডার-নেপোলিয়নের সঙ্গে

কাশ্মীরের পরিস্থিতির জন্যও কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে বিজেপি-পিডিপি সরকারকে৷

PM Modi's rule similar to Napoleon, Alexander era: Shiv Sena
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 17, 2017 9:21 am
  • Updated:January 11, 2021 5:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমালোচনা করা হল৷ তবে সরাসরি নয় একটু ঘুরিয়ে৷ পরোক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলেকজান্ডার ও নেপোলিয়নের সঙ্গে তুলনা করল শিব সেনা৷ তাও আবার নিজেদের দলীয় মুখপাত্রে

[বগুলায় তৃণমূল নেতা খুন, তদন্ত শুরু করেছে সিআইডি]

Advertisement

কিছুদিন আগেই প্রধানমন্ত্রী বলেছিলেন বিজেপির লক্ষ্য কেবলমাত্র দলের শক্তি বৃদ্ধি করাই নয়, সমগ্র দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সমন্বয় সাধান করা এবং সেইসঙ্গে ভারসাম্য বজায় রাখা৷ এরপরই দলীয় মুখপাত্র ‘সামনা’র সম্পাদকীয় প্রতিবেদনে মোদির সমালোচনায় সরব হয় শিব সেনা৷ লেখা হয়, কোনও সোনালি সময়ই নির্দিষ্ট কোনও দলের জন্য হয় না তা হয় পুরো রাজ্য কিংবা দেশের সৌজন্যে৷ এটাই আমাদের বিশ্বাস৷ আলেকজান্ডার দ্য গ্রেট এবং নেপোলিয়নের মতো ব্যক্তিও নিজেদের রাজনৈতিক জীবনে সারা বিশ্বকে জয় করে উঠতে পারেননি৷

[‘রাজা-নেতা নয়, দেশ গড়ে উঠবে সাধারণ মানুষের হাতেই’]

শুধু প্রধানমন্ত্রী মোদি নন এদিন জম্মু-কাশ্মীরের সামগ্রিক পরিস্থিতির জন্য বিজেপি-পিডিপি সরকারের কড়া সমালোচনা করে শিব সেনা৷ সাম্প্রতিককালে উপনির্বাচনে একে তো ভোটের হার একদমই কম৷ তার উপরে ভারতীয় জওয়ানদের উপর কাশ্মীরি যুবকদের নির্বিচারে হামলার মতো ঘটনা৷ সবমিলিয়ে উপত্যকার আইন-শৃঙ্খলা তলানিতে এসে ঠেকেছে বলে অভিমত সেনার৷

[জিপে বাঁধা কাশ্মীরি যুবক, সেনার নামে দায়ের এফআইআর]

তবে সমালোচনা করার পাশাপাশি প্রধানমন্ত্রীর মোদির প্রশংসনীয় দিকগুলিও তুলে ধরেছে সেনা৷ সেই সঙ্গে প্রংশসিত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহও৷ এর প্রধান কারণ উত্তরপ্রদেশ-সহ গোয়া, মণিপুর, উত্তরাখণ্ড, পঞ্জাবের মতো পাঁচ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনে বিজেপির সাফল্যের হার৷ যার মধ্যে গোয়া, মণিপুরে ভোটে এগিয়ে না থেকেও সরকার গড়েছে বিজেপি৷ এর যাবতীয় ক্রেডিট মোদি-শাহ জুটিকেই দিয়েছে শিব সেনা৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দু’জনে যেভাবে খেটে চলেছেন তারও ভূয়সী প্রশংসা করা হয়েছে৷

[শিশুকে কোলে দিতেই আঁকড়ে ধরতে চাইলেন কোমায় আচ্ছন্ন মা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement