ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত দশক ধরে কংগ্রেস (Congress) এবং বিজু জনতা দল লুট করেছে ওড়িশাকে (Odisha)। কিন্তু এবার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের (Naveen Patnaik) ‘শেষের সেদিন’ এসে গিয়েছে। ৪ জুন বিজেডি (BJD) সরকারের ‘এক্সপায়ারি ডেট’। ভোটপ্রচারে কলিঙ্গ প্রদেশে গিয়ে গেরুয়া শিবিরের ‘বন্ধু’ বিজেডিকে বেনজির আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
প্রাক-স্বাধীনতা আমলে রাজ্যের সমৃদ্ধির কথা স্মরণ করান মোদি। বলেন, ‘ওড়িশায় উর্বর কৃষিজমি, জল, খনিজ পদার্থ, সমুদ্র উপকূল রয়েছে। ইতিহাস, সংস্কৃতি রয়েছে। ঈশ্বর সব দিয়েছে ওড়িশাকে। তারপরেও কেন গরিব ওড়িশার মানুষ? উত্তর হল লুট। প্রথমে কংগ্রেস, পরে বিজেডি নেতারা লুট করেছে এই রাজ্যকে। ছোটখাটো বিজেডি নেতারও বিলাসবহুল বাংলো রয়েছে।’
প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, কেন এরাজ্যের মানুষ ভিনরাজ্যে মজদুরি করতে যান? ‘কেন অধিকাংশ হাসপাতালে চিকিৎসক নেই? কেন অধিকাংশ ছেলেমেয়ে স্কুল ছাড়া?’ মোদি অভিযোগ করেন, কেন্দ্রে অর্থ দিলেও উন্নয়ন হয়নি রাজ্যে। প্রধানমন্ত্রী দাবি করেন, ‘বিগত মনমোহন সিং সরকার ১০ বছরে ওড়িশাকে ১ লক্ষ কোটি টাকা দিয়েছিল, সেখানে বিজেপি সরকার ১০ বছরে সাড় ৩ লক্ষ কোটি টাকা দিয়েছে।’ কিন্তু শুধু টাকায় কাজ হয় না। মানসিকতাও দরকার। মোদি অভিযোগ করেন, মহিলাদের সুরক্ষা নিয়ে চিন্তিত নয় বিজেডি সরকার। প্রত্যেক গর্ভবতী মহিলাকে জন্য ৬ হাজার টাকা করে আর্থিক সাহায্যের প্রকল্প রয়েছে কেন্দ্রের। ওড়িশা সরকার ওই গুরুত্বপূর্ণ প্রকল্প আটকে রেখেছে। এর পরই নবীন পট্টনায়কের দলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে মোদি বলেন, ‘জুন মাসের ৪ তারিখ হল বিজেডি সরকারের ‘এক্সপেয়ারি ডেট’। ওড়িশার জন্য নতুন সূর্যোদয় হল বিজেপি।’
ওড়িশার ২১ লোকসভা এবং ১৪৭ বিধানসভায় ভোট হচ্ছে একসঙ্গে। ভোটপ্রচারে রাজ্যের বিজেপি নেতারা শাসক দলকে আক্রমণ করলেও তা রেখে ঢেকেই করছেন। যেহেতু এনডিএতে না থেকেও বিজেপির ‘বন্ধু’ বিজেডি। সিএএ, দিল্লি সার্ভিস বিলের মতো একাধিক বিল পাশের সময় মোদি সরকাররে পাশে থেকেছে নবীনের দল। সেই ‘বন্ধু’কে আচমকা তোপ দাগার পিছনে কোন রাজনৈতিক অঙ্ক মোদির, তা এখনও স্পষ্ট নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.