সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ৯৭ বছর। কিন্তু মনের বয়স যে অনেক কম, তারই প্রমাণ মিলল। বাড়ির পুজোতে গুজরাটি লোকগীতিতে নাচতে দেখা গেল প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদিকে।
একদিকে যখন দেশের নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে দিওয়ালি উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক তখনই নিজের বাড়িতে একাই দীপাবলি উৎসবে মাতলেন মোদির মা। পুডুচেরির উপ রাজ্যপাল কিরণ বেদী নিজের টুইটার অ্যাকাউন্টে হীরাবেন মোদির সেই নাচের ভিডিওটি পোস্ট করার পর সেই খবরই সামনে এসেছিল। সঙ্গে তাঁর এমন শিশুসুলভ মনের প্রশংসাও করলেন তিনি। লিখেছেন, “৯৭ বছরেও এভাবে দীপাবলির উৎসবে মেতে ওঠা যায়। নরেন্দ্র মোদির মা লোকগীতিতে পা মেলালেন।” ইতিমধ্যেই মোদির মায়ের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু পরে জানা যায়, ভিডিওটি নকল। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, তিনি আসলে হীরাবেন নন। পরে তার জন্য টুইট করে ক্ষমাও চেয়ে নেন কিরণ বেদী। তবে বয়স্ক ভদ্রমহিলার স্পিরিটকে স্যালুট জানিয়েছেন তিনি।
Am informed it’s mistaken identity @SadhguruJV. But salute to the mother with so much vigour. I hope i can be like her if/ when I am 96..! https://t.co/5llHN40tg8
— Kiran Bedi (@thekiranbedi) October 20, 2017
ছেলে প্রধানমন্ত্রী। তবে তার জন্য মা কখনওই অতিরিক্ত সুবিধা ভোগ করতে চাননি। আর পাঁচজন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন। এমনকী, গত বছর মোদি নোট বাতিল ঘোষণার পরও শিরোনামে উঠে এসেছিল মধ্যবিত্ত পরিবারের হীরাবেন মোদির কীর্তি। সাড়ে ৪ হাজার টাকা নোট বদলের জন্য ব্যাঙ্কের সামনের লম্বা লাইনে তিনিও দাঁড়িয়েছিলেন। তাঁর এমন কাজ অন্যান্যদের অনুপ্রেরণা জুগিয়েছিল। তবে সত্যিই তিনি এবারের দিওয়ালি কীভাবে পালন করলেন তা জানা যায়নি।
Spirit of Deepavali at tender age of 97. She’s mother of @narendramodi (Hiraben Modi -1920) celebrating Diwali at her own home👇🏼@SadhguruJV pic.twitter.com/HBXAzNXomC
— Kiran Bedi (@thekiranbedi) October 20, 2017
গত মাসে নিজের ৬৭তম জন্মদিনে গুজরাটে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে দিওয়ালিতে বাড়ি না গিয়ে উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় ভারতীয় জওয়ানদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন মোদি। দেশ এবং দেশবাসী যে সেনার পাশে রয়েছে, সে কথাই মনে করিয়ে দেন তিনি। বার্তা দেন, ‘সেনার কাছ থেকেই শক্তি পাই আমি। আপনারাই আমার পরিবার।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.