সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই গুগল প্লে স্টোরে এক নম্বর অ্যাপের তকমা পেল একটি ভারতীয় অ্যাপ। ফেসবুক, পেটিএম বা হোয়াটসঅ্যাপ নয়, ভারতে গুগল প্লে-তে এখন শীর্ষস্থানে রয়েছে ‘ভীম’ অ্যাপ। BHIM বা ‘ভারত ইন্টারফেস ফর মানি’ অ্যাপটির নামকরণ হয়েছে বি আর আম্বেদকরের নাম অনুসারে। গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অ্যাপটির উদ্বোধন করেন। ক্যাশলেস লেনদেনের জন্য অ্যাপটি দেশের বাজারে আনা হয়েছে। এই মুহূর্তে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই এই অ্যাপ ব্যবহার করা যাবে। তবে আইফোনের জন্যও দ্রুতই অ্যাপটি নিয়ে আসার আশ্বাস দিয়েছে কেন্দ্র। জেনে নিন ১০টি আপডেট:
১. যে কেউ অ্যাপ ব্যবহার করতে পারেন। এর জন্য দরকার একটি স্মার্টফোন ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যার সঙ্গে আপনার মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে।
২. প্লে স্টোরে এই অ্যাপটি মিলবে বিনামূল্যে।
৩. নীতি আয়োগের সিইও জানিয়েছেন, এখনও পর্যন্ত ৫০ লক্ষ ইউজার অ্যাপটি ডাউনলোড করেছেন।
৪. অ্যাপটি নিজে থেকেই আপনার ফোন নম্বরকে চিহ্নিত করে আপনার ব্যাঙ্ককে চিনে নেয়।
৫. যাঁকে টাকা পাঠাবেন, তাঁর ফোনেও ‘ভীম’ অ্যাপ থাকলে শুধুমাত্র ‘সেন্ড মানি’ বেছে নিলেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা অন্যজনের কাছে পৌঁছে যাবে।
৬. এই অ্যাপে রয়েছে কিউআর কোড স্ক্যানার।
৭. ইন্টারনেট ছাড়াও এই অ্যাপ ব্যবহার করা যাবে।
৮. প্রথমবার ইনস্টল করার সময় অ্যাপটি আপনার ফোনে একটি ওটিপি পাঠাবে।
৯. তবে একসঙ্গে বহু মানুষ ডাউনলোড করছেন বলে মাঝেমধ্যে অ্যাপটি ‘নট রেসপন্ডিং’ হয়ে যাচ্ছে।
১০. দিনে সর্বোচ্চ ২০ হাজার টাকা ও প্রত্যেকবার ১০ হাজার টাকা পর্যন্ত ট্রান্সফার করা যাবে এই অ্যাপ মারফত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.