Advertisement
Advertisement

Breaking News

PM Modi

আয়োজনই সার, ব্রিগেডে গীতাপাঠের আসরে আসছেন না মোদি!

বাংলায় হিন্দুত্বের প্রচারে বড় ধাক্কা খেতে পারেন আয়োজকরা।

PM Modi wont attend Gita Path ceremony in Bengal, say Sources | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 19, 2023 8:34 pm
  • Updated:December 19, 2023 8:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ কন্ঠে গীতাপাঠ, ৫০ হাজার শঙ্খের ধ্বনি, হাজার হাজার সাধুসন্তের সমাবেশ… এত আনন্দ আয়োজন যাকে ঘিরে, তিনিই থাকছেন না! আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে গীতাপাঠের আসরে সম্ভবত আসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আয়োজকদের একথা জানিয়ে দেওয়া হয়েছে বলেই সূত্রের দাবি।

বছর ঘুরলেই লোকসভা ভোটের দামামা বেজে উঠবে দেশজুড়ে। তার আগে আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসর বসিয়ে বাংলায় হিন্দুত্বের আবেগকে তুঙ্গে তুলতে কোমর বেঁধেছে গেরুয়া শিবির। আয়োজন সফল করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) আমন্ত্রণ জানানো হয়েছে। মোদি ব্রিগেডে আসবেন, সেই প্রচার করে লোক টানারও চেষ্টা করছেন আয়োজকরা। অথচ শেষমেশ প্রধানমন্ত্রীর আসাটাই ঘোরতর অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল।

Advertisement

[আরও পড়ুন: নিলামে আগুন জ্বালালেন অনামী তারকারা, কারা হলেন রাতারাতি কোটিপতি?]

আয়োজকদের দাবি ছিল, প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে আসার জন্য প্রস্তুত ছিলেন। এমনকী নিজের কন্ঠে গীতার একটি শ্লোকও পাঠ করার কথা ছিল প্রধানমন্ত্রীর। সরকারিভাবে ‘রাজনীতি-রহিত অনুষ্ঠান’ হলেও মূল মঞ্চেই দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতীর ও দেশের শীর্ষস্থানীয় অন‌্য সাধু-সন্তদের পাশেই প্রধানমন্ত্রীর বসার ব্যবস্থাও করা হয়েছিল। অর্থাৎ গোটা অনুষ্ঠানটাই ছিল মোদিময়। কিন্তু এখন যা পরিস্থিতি এই মোদিময় অনুষ্ঠানে মোদিই থাকছেন না! যদিও প্রধানমন্ত্রীর দপ্তর এখনও সরকারিভাবে এ খবর জানায়নি।

[আরও পড়ুন: নিলামে আগুন জ্বালালেন অনামী তারকারা, কারা হলেন রাতারাতি কোটিপতি?]

শেষপর্যন্ত যদি প্রধানমন্ত্রী রবিবারের ব্রিগেডে না আসেন, তাহলে সেটা ওই অনুষ্ঠানের আয়োজকদের জন্য বটেই, বঙ্গ বিজেপির (BJP) জন্যও বড় ধাক্কা হবে। কারণ অনুষ্ঠানের আয়োজকদের মতো বঙ্গ বিজেপির নেতারাও নিজেদের পালে হাওয়া লাগাতে মোদির মুখের দিকে তাকিয়ে ছিলেন। প্রধানমন্ত্রী না এলে হিন্দুত্বের যে প্রচার এবং প্রভাব তাঁরা আশা করেছিলেন, সেটার সিকিভাগও হবে না ব্রিগেডের অনুষ্ঠান থেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement