Advertisement
Advertisement

Breaking News

‘দ্রুত সেরে উঠুন’, ক্যানসার আক্রান্ত রাজা তৃতীয় চার্লসের জন্য প্রার্থনা মোদির

সোমবারই জানা যায় ক্যানসারে ভুগছেন ব্রিটেনের রাজা।

PM Modi wishes speedy recovery of King Charles III | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:February 6, 2024 11:11 am
  • Updated:February 6, 2024 11:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসার আক্রান্ত রাজা তৃতীয় চার্লসের (King Charles III) দ্রুত আরোগ্য কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। টুইট করে জানান, সমগ্র ভারতবাসীর সঙ্গে তিনিও রাজার সুস্বাস্থ্য কামনা করছেন। দ্রুত সেরে উঠবেন ব্রিটেনের রাজা, সেই প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী। 

সোমবার আচমকাই জানা যায়, মারণ ব্যাধি ক্যানসারে ভুগছেন রাজা তৃতীয় চার্লস। বিবৃতি জারি করে এই খবর জানায় বাকিংহাম প্যালেস। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, প্রস্টেট ক্যানসারে আক্রান্ত চার্লস। কিন্তু ব্রিটিশ রাজপরিবারের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, তাঁর শরীরে ক্যানসারের বাসা বাঁধার ঘটনাটি ‘পৃথক সমস্যা’। তবে কোন ধরনের ক্যানসারে আক্রান্ত ব্রিটেনের রাজা, সে বিষয়ে কিছু বলা হয়নি বিবৃতিতে।

[আরও পড়ুন: দ্বিতীয় টেস্টে হারতেই ভারত ছাড়ছে ইংল্যান্ড! কেন এমন সিদ্ধান্ত বেন স্টোকসদের?]

সূত্রের খবর, বাবার অসুস্থতার খবর পেয়ে আমেরিকা থেকে ব্রিটেনে যাচ্ছেন রাজপুত্র হ্যারি। বিবিসি সূত্রে খবর, দুই ছেলে উইলিয়াম ও হ্যারিকে নিজেই এই খবর জানিয়েছেন রাজা চার্লস। অসুস্থতা নিয়ে বাবার সঙ্গে কথাও বলেছেন ডিউক অফ সাসেক্স। অন্যদিকে চার্লসের অনুপস্থিতিতে রাজকাজ কে চালাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে, এহেন পরিস্থিতির জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে সেদেশের সংবিধানে। কোনও কারণে রাজা অক্ষম হয়ে পড়লে তাঁর জায়গায় সাময়িকভাবে দায়িত্ব সামলাবেন ‘কাউন্সেলরস অফ স্টেট’ বা বিশেষ উপদেষ্টারা।

রাজপরিবার সূত্রে খবর, দ্রুত সুস্থ হয়ে উঠবেন রাজা। তবে তাঁর অনুপস্থিতিতে বেশ কয়েকটি কাজের দায়িত্ব নিয়েছেন রানি ক্যামিলা। তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে আলোচনায় বসবেন চার্লস নিজেই। উল্লেখ্য, ব্রিটেনের রাজার আরোগ্য কামনায় সারা বিশ্বের নেতারা বার্তা দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-সহ অনেকেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও চার্লসের সুস্থতা কামনা করে বার্তা দিলেন। 

[আরও পড়ুন: ক্যানসারে আক্রান্ত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস, বাবাকে দেখতে বাড়ি ফিরছেন হ্যারি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement