সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার গুরু পূর্ণিমায় (Guru Purnima) দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেই সঙ্গে শনিবার সকালে এক অনুষ্ঠানে তিনি সকলকে মনে করিয়ে দিলেন, বুদ্ধের শিক্ষা এই করোনা অতিমারীর সময় আরও বেশি করে মানুষের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও (Ramnath Kovind) গুরু পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দেশের সমস্ত মানুষকে।
এদিন সকালে ‘অশধা পূর্ণিমা ধামা চক্র’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘‘মানব সভ্যতা আজ করোনার সঙ্কটের মুখে পড়েছে। আর তাই গৌতম বুদ্ধ আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। ভারত দেখি দিয়েছে আমরা কীভাবে ওঁর চলা পথে হেঁটে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি। বুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রতিটি দেশ একে অপরের হাত ধরে একে অপরের শক্তি বাড়াচ্ছে।’’
गुरु पूर्णिमा के पावन अवसर पर देशवासियों को हार्दिक बधाई।
— Narendra Modi (@narendramodi) July 24, 2021
Humanity faces a crisis today in form of COVID, Lord Buddha has become even more relevant. India has shown how we can face greatest of challenges by walking on his path. Countries are joining hands with each other & becoming each other’s strength, taking the values of Buddha: PM pic.twitter.com/hWOIdHgcon
— ANI (@ANI) July 24, 2021
দেশবাসীকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তিনি বলেন, ‘‘দুঃখের সমাপ্তি ঘটাতে বুদ্ধের আশ্বাস, জীবনের সবক্ষেত্রে নৈতিকতা ও সংযমকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সর্বজনীন মমতা ও অহিংসার উপরে তাঁর জোর দেওয়ার বার্তা, গত ২৬০০ বছর ধরে সারনাথে তাঁর প্রথম উপদেশের পর থেকেই মানুষকে অনুপ্রাণিত করেছে।’’
Buddha’s assurance of putting an end to suffering, his emphasis on universal compassion & non-violence as message to pursue morality & moderation in all aspects of life have inspired countless people over last 2600 yrs since his 1st sermon at Sarnath on this very day: President pic.twitter.com/mWUSC9vt1R
— ANI (@ANI) July 24, 2021
প্রতি বছরই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয় গুরু পূর্ণিমা। শিক্ষক ও আধ্যাত্মিক গুরুদের উদ্দেশে সমর্পিত দিনটি। হিন্দু ধর্মমতে, গুরুই সুশিক্ষা দিয়ে উৎকৃষ্ট মানুষ হিসেবে গড়ে তোলেন তাঁর শিষ্যকে। পাশাপাশি ঈশ্বর লাভের পথও তিনি দেখান। তাই আজকের দিনে ছাত্রছাত্রীরা তাঁদের গুরু ও শিক্ষকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.