সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ভোটপর্ব মিটেছে। গণনা মঙ্গলবার। তার আগে রবিবারই ব্যস্ত হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সাতটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন তিনি। সরকারি সূত্রে এমনটাই জানানো হয়েছে।
কী নিয়ে বৈঠক করবেন মোদি (PM Modi)? জানা যাচ্ছে, প্রথম বৈঠকটিই রয়েছে রেমাল পরিস্থিতি, বিশেষ করে উত্তরপূর্ব রাজ্যে সৃষ্টি হওয়া বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে। একই ভাবে দেশের একটা বড় অংশে চলতে থাকা তাপপ্রবাহ নিয়েও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস নিয়েও বৈঠক হওয়ার কথা। এরই সঙ্গে একশো দিনের কাজ নিয়ে দীর্ঘ বৈঠক করবেন মোদি, এমনটাই জানা যাচ্ছে। মোদি ৩.০ শুরু হলে কীভাবে ওই প্রকল্পে নতুন করে পদক্ষেপ করা যায় তা নিয়েই নাকি আলোচনা হবে ওই বৈঠকে। এছাড়াও অন্যান্য বিষয় নিয়ে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।
শনিবার সন্ধ্যায় ভোটপর্ব মিটতেই প্রকাশ্যে আসে এক্সিট পোলের হিসেব। সেখানে পরিষ্কার ইঙ্গিত, ব্যাপক ভাবে জিতে ক্ষমতায় প্রত্যাবর্তন করতে চলেছে এনডিএ (NDA)। দেশের মসনদে মোদির বসা নিশ্চিত। এর পরই নিজেকে কার্যত জয়ী ঘোষণা করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দাবি করেন, ‘সুবিধাবাদী, সাম্প্রদায়িক, দুর্নীতিবাজ’ ইন্ডিয়া জোট মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি। ওরা শুধুই মোদিকে গালিগালাজ করতে জানে। সেই সঙ্গে বিজেপি কর্মীদের ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী। এর পর রবিবারই তিনি ব্যস্ত হয়ে পড়লেন বৈঠকে।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত কন্যাকুমারীর স্বামী বিবেকানন্দ রকে ৪৫ ঘণ্টা ধ্যান করেন মোদি। ধ্যানশেষে তিনি পুষ্পস্তবক প্রদান করেন তামিল সন্ত কবি থিরুভাল্লুভারের বিশাল মূর্তিতে। আর তার পর ভিজিটার্স বুকে তাঁকে লিখতে দেখা যায়, ‘মা ভারতীর পায়ের কাছে বসে আজ আমি আরও একবার আমার সংকল্পটি পুনর্ব্যক্ত করলাম যে আমার জীবন এবং আমার শরীরের প্রতিটি কণা দেশের সেবায় নিয়োজিত থাকবে।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.