Advertisement
Advertisement

‘মোদি ভারতকে ধ্বংস করবেন’, অমিত শাহের বক্তৃতার অনুবাদে শোরগোল

ফের বিড়ম্বনায় বিজেপি সভাপতি।

‘PM Modi will destroy India’, Amit Shah’s translator at Karnataka rally
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 30, 2018 12:24 pm
  • Updated:July 12, 2019 6:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটক নির্বাচনের আগে বিজেপির প্রচার ফের একবার বাধা পেল। আর এবারেও বিপাকে সেই অমিত শাহই। অনুবাদকের ভুলে মোদির প্রশংসার বদলে শাহের কথার মানে দাঁড়ায়, ‘ভারতকে ধ্বংস করবেন মোদি।’ বিজেপির সর্বভারতীয় সভাপতি অবশ্য নিজে এ কথা বলেননি। তিনি হিন্দিতেই বক্তৃতা দিচ্ছিলেন। তাঁর অনুবাদকের ভূমিকাটি নেন প্রহ্লাদ জোশি। এখন খলনায়ক তিনি-ই।

[নীরব-মেহুলকে দেশে ফিরিয়ে আনবে কেন্দ্র, আশ্বাস প্রতিরক্ষামন্ত্রীর]

ঠিক কী ঘটেছিল বৃহস্পতিবার? এদিন কর্নাটকের দেবনগরী জেলার চল্লকেরেতে বক্তৃতা দিচ্ছিলেন অমিত শাহ। হিন্দিতে তাঁর বক্তৃতার কন্নড়ে অনুবাদ করছিলেন অনুবাদক প্রহ্লাদ জোশি। তিনিই শাহকে উদ্ধৃত করে বলে বসেন, ‘দলিতদের জন্য মোদি কিছুই করবেন না। যেমন কোনও গরিব বা পিছিয়ে পড়া মানুষের জন্য করবেন না। মোদিই দেশকে ধ্বংস করবেন।’ শাহ নিজে কিন্তু এমনটা বলেননি। বরং বলেছিলেন, সিদ্দারামাইয়া সরকার কর্নাটকের উন্নয়ন করতে পারবে না। আপনারা প্রধানমন্ত্রীকে বিশ্বাস করুন, ইয়েদুরাপ্পাকে ভোট দিন। আমরা কর্নাটককে দেশের সেরা রাজ্য করে তুলব।

Advertisement

অথচ প্রহ্লাদ অমিতের বক্তব্য বুঝতে না পেরে বলে ফেলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলিত, গরিব ও পিছিয়ে পড়া শ্রেণির জন্য কিচ্ছু করবেন না। দেশকে ধ্বংস করে দেবেন তিনি। দয়া করে ওঁকে ভোট দিন।’ অনুবাদের ভুলে বিজেপির সর্বভারতীয় সভাপতির ওই বক্তব্য ১৮০ ডিগ্রি ঘুরে যায়। প্রশংসার বদলে শাহের কথায় মোদির নিন্দাই শোনা যায়। অমিত শাহ কিন্তু এই প্রথম দলকে বিড়ম্বনায় ফেলেননি। কর্নাটক নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর বিজেপিরই মুখ্যমন্ত্রী প্রার্থী ইয়েদুরাপ্পাকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে বসেন অমিত শাহ। অমিত শাহ বলেছিলেন, ‘যদি দুর্নীতি নিয়ে কোনও প্রতিযোগিতা হয়, তা হলে ইয়েদুরাপ্পা সরকার এক নম্বর স্থান অধিকার করবে!’ বস্তুত তিনি রাজ্যে বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী তথা কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কথা বলতে চেয়েছিলেন। সেবার তাঁকে শুধরে দেন এই প্রহ্লাদ জোশিই। আর এবার, ভিলেন তিনি নিজেই।

[চিনের বিরুদ্ধে যুদ্ধে ১০ দিনের গোলাবারুদও নেই ভারতীয় সেনার ভাঁড়ারে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement