Advertisement
Advertisement

Breaking News

‘আশা, উন্নতি এবং ঐক্যের পথে…’, কাশ্মীর নিয়ে ‘সুপ্রিম’ রায়কে স্বাগত মোদির

৩৭০ ধারা বিলোপ অসাংবিধানিক নয়, রায় শীর্ষ আদালতের।

PM Modi welcomes Supreme Court verdict on scrapping article 370 | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 11, 2023 12:49 pm
  • Updated:December 11, 2023 1:44 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: আশা, উন্নতি এবং ঐক্যের পথে অসাধারণ সিদ্ধান্ত। ৩৭০ ধারা (Article 370) বিলোপের সাংবিধানিক বৈধতা মামলায় সুপ্রিম কোর্টের রায়কে এভাবেই স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই সঙ্গে তাঁর বার্তা, কাশ্মীর ও লাদাখের জন্য যাবতীয় প্রতিশ্রুতি পূরণ করা হবে। সুফল পাবেন ৩৭০ ধারায় বঞ্চিত আমজনতাও। উল্লেখ্য সোমবারই সুপ্রিম কোর্ট জানিয়েছে, ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত অসাংবিধানিক নয়।

[আরও পড়ুন: সংসদ থেকে বহিষ্কার কাণ্ড: সুপ্রিম কোর্টে মামলা দায়ের মহুয়ার]

রায় ঘোষণার পরেই এক্স হ্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, “ভারতের সংসদ যে সিদ্ধান্ত নিয়েছিল সেটাই বহাল রাখল শীর্ষ আদালত। আমাদের কাশ্মীরি ভাই-বোনদের আশা, উন্নতি ও ঐক্যের জন্য অসাধারণ সিদ্ধান্ত। ভারতীয় হিসাবে আমাদের পরিচয়কেই তুলে ধরা হয়েছে এই রায়ে। জম্মু-কাশ্মীর ও লাদাখের মানুষের প্রতি সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে। ৩৭০ ধারা কার্যকর হওয়ায় যাঁরা বঞ্চিত হয়েছেন, তাঁদের কাছেও পৌঁছে যাবে উন্নয়নের সুফল। আজকের এই রায় কেবলমাত্র আইনের জয় না, ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলার প্রতিশ্রুতি।”

সুপ্রিম রায়কে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)। টুইট করে বলেন, “২০১৯ সালের ৫ অক্টোবর ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পর থেকেই উপত্যকায় শান্তি ফিরেছে। পর্যটন-সহ নানা ক্ষেত্রে উন্নতির ফলে আমজনতার আর্থিক অবস্থারও উন্নতি হয়েছে।” রায়কে স্বাগত জানিয়েছেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাও।

[আরও পড়ুন: কংগ্রেস সাংসদের বাড়ি থেকে উদ্ধার ৩৫০ কোটি, সংসদের বাইরে নাড্ডার নেতৃত্বে বিক্ষোভ BJP-এর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement