Advertisement
Advertisement

Breaking News

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মন্ত্রীদের বড়াই করতে মানা নমোর

ঘরোয়া রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠুক তাও চান না তিনি৷

PM Modi Warns Ministers Against 'Chest Thumping' On Surgical Strikes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 5, 2016 7:01 pm
  • Updated:October 5, 2016 7:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকে ভারতের সাফল্য এসেছে৷ কিন্তু তা নিয়ে যে ঘরোয়া রাজনীতি চলছে সে বিষয়ে রীতিমতো ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর তাই কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ ব্যাপারে তাঁদের বড়াই করতে মানা করলেন নমো৷

এর মধ্যেই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ঘরোয়া রাজনীতি বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে৷ একদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ দাখিল করে পাকিস্তানের দাবি নস্যাৎ করতে বলেছেন৷ অন্যদিকে তাঁকে আক্রমণ করেছেন শাসকদলের কেউ কেউ৷ কংগ্রেসের তরফেও প্রমাণের প্রসঙ্গ তোলা হয়েছে৷ বলা বাহুল্য জাতীয় নিরাপত্তার বিষয় নিয়ে ঘরোয়া কোন্দলে তিতিবিরক্ত প্রধানমন্ত্রী৷ আর তাই এ নিয়ে বেশি বড়াই করতে মানা করলেন তিনি৷ সার্জিক্যাল স্ট্রাইকের ঠিক পরেই পরেই মোদির ছাতি ১০০ ইঞ্চি বলে বড়াই করতে দেখা গিয়েছিল শাসকদলের এক সদস্যকে৷ তা যেন আর না হয়, সে ব্যাপারেই মন্ত্রীদের সতর্ক করলেন তিনি৷

Advertisement

দেশের অভ্যন্তরেই সার্জিক্যাল স্ট্রাইক প্রমাণের রব উঠলেও এখনই সে পদক্ষেপ নিতে নারাজ কেন্দ্র৷ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, অপমানের বদলা নিতে সীমান্তে অন্তত ১০০ জন জঙ্গি অপেক্ষা করছে৷ এছাড়া ভিডিও প্রকাশিত হলে ভারতীয় সেনার রণকৌশল ফাঁস হয়ে যাবে পাকবাহিনী ও জঙ্গিদের কাছে৷ আর তাই এখনই এ পদক্ষেপ যেমন নিতে নারাজ মোদি, তেমনই এ নিয়ে ঘরোয়া রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠুক তাও চান না তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement