Advertisement
Advertisement

Breaking News

প্রধানমন্ত্রী

‘যত্রতত্র থুতু ফেলার অভ্যাস ত্যাগ করতে হবে’, সচেতনতার বার্তা প্রধানমন্ত্রীর

'মন কি বাত' অনুষ্ঠানে বার্তা দিলেন দেশবাসীর উদ্দেশ্যে।

PM Modi want to ensure ourselves to avoide spitting in public places
Published by: Sucheta Chakrabarty
  • Posted:April 26, 2020 3:32 pm
  • Updated:May 17, 2020 6:43 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তায় থুতু ফেলা ভারতীয়দের একটি পুরোনো ও বাজে অভ্যাস। মন কি বাতে এই নিয়েই আজ দেশবাসীকে সচেতন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মারণ করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করার সঙ্গে সঙ্গে বেশ কিছু বিষয়ে আজ ফের সচেতনতার বার্তা দিলেন তিনি।

করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে গেলে মানুষের কাছে সচেতনতাই যে প্রধান হাতিয়ার হবে সেই বিষয়ে আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দর মোদি। ‘আজ মন কি বাত’ অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা জানি যে রাস্তায় যত্রতত্র থুথু ফেলা খারাপ অভ্যাস। বার বার নিষেধ করা সত্ত্বেও বেশ কিছু জায়গার মানুষ এখনও এই অভ্যাস ত্যাগ করতে পারেননি। কিন্তু এখনও সময় আছে আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা এই কাজ আর করব না। নিজেদের এই অভ্যাস ত্যাগ করতে পারলে আমরা প্রথমিক স্বাস্থ্যবিধি বজায় রাখতে পারব। আরও শক্তিশালী হয়ে উঠে করোনা ভাইরাসের মোকাবিলাও করতে পারব।” রাস্তায় থুতু ফেলায় নিষেধ করার সঙ্গে আগেই প্রধানমন্ত্রী সকলকে মুখও ঢেকে রাখতে বলেন। ফলে হাঁচি, কাশির সময় একজনের মুখের থেকে লালারস বেরিয়ে কোনওভাবেই শ্বাস নেওয়ার সময় অন্যের মুখে প্রবেশ না করে। এতে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনাও কমবে। মার্চেই গুটখা, পানমশলা বিক্রিতে নিষেধাজ্ঞা্ জারি করা হয়। ফলে বিক্রি বন্ধ হয়ে গেলে তা মানুষ কম খেতে পারবেন ও রাস্তায় থুতু ফেলার সম্ভাবনাও কম হবে। স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে গুখকা জাতীয় তামাক দ্রব্য বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে স্বাস্থ্যমন্ত্রক জানায়, ” তামাকজাতীয় পানমশলা, সুপারি, গুটখা খাওয়ার সময় মানুষের মধ্যে থুতু ফেলার প্রবণতা বাড়িয়ে দেয়। আর রাস্তাঘাটে থুতু ফেলার থেকেই বাড়তে পারে সংক্রমণ। তাই করোনা রুখতে বন্ধ করতে হবে এইসব দ্রব্যের বিক্রি।”

Advertisement

[আরও পড়ুন:করোনা আতঙ্কের মধ্যেই সুখবর, আগামী মাসে WHO-এর গুরুত্বপূর্ণ পদ পাচ্ছে ভারত]

আইসিএমআরের (ICMR) তরফ থেকেও তামাকজাত দ্রব্য না খাওয়ার জন্য মানুষের কাছে আরজি জানান হয়। অনেকদিন আগেই থুতু ফেললে জরিমানা ধার্য করার আইন জারি করা হয়েছে ওড়িশায়। সম্প্রতি মুম্বইতেও এই আইন জারি করা হয়েছে। একজনকে গ্রেপ্তারও করা হয়। তাই করোনা ভাইরাস মোকাবিলায় সচেতনতার উপরেই ফের জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

[আরও পড়ুন:কোয়ারেন্টাইন সেন্টারে ঢুকে গণধর্ষণ, তিন যুবকের পাশবিকতায় শিহরিত দেশবাসী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement