সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে বাড়ল বাঘের সংখ্যা। ২০১৮-র পর বাঘ সুমারির রিপোর্ট প্রকাশ পেল রবিবার। প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি। জানিয়ে দিলেন, এই মুহূর্তে দেশে বাঘের সংখ্যা ৩ হাজার ১৬৭। গত ৪ বছরে দেশে বাঘের (Tiger) সংখ্যা বেড়েছে ২০০। পাশাপাশি দেশে সিংহের সংখ্যাও বেড়েছে বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশে এশিয়ার হাতির সংখ্যাও সর্বাধিক বলে জানান তিনি।
রবিবাসরীয় সকালে কর্ণাটকের বন্দিপুর ব্যাঘ্রপ্রকল্প পরিদর্শনে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi)। অরণ্যপথে ২০ কিমি ‘সাফারি’র পরই তিনি প্রকাশ করলেন দেশভর বাঘের বর্তমান সংখ্যা সংক্রান্ত পরিসংখ্যানও। আসলে কেন্দ্রের ‘ব্যাঘ্রপ্রকল্প’ তথা ‘প্রোজেক্ট টাইগারে’র পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষেই তাঁর এই ঘোষণা। এদিকে কংগ্রেসের খোঁচা, এই প্রকল্পের পুরো কৃতিত্ব মোদি নিতে চাইলেও এই প্রকল্প শুরু হয়েছিল অর্ধ শতক আগে।
#WATCH | Prime Minister Narendra Modi visited Bandipur Tiger Reserve in Karnataka today. pic.twitter.com/H0nLELO5et
— ANI (@ANI) April 9, 2023
এদিন খাকি প্যান্ট, জলপাই রঙের টি-শার্টের উপরে জ্যাকেট পরিহিত মোদিকে দেখা যাচ্ছে জঙ্গলে ঘুরতে। পরে তিনি ‘ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্সে’র উদ্বোধন করার সময় তাঁকে দেখা যায় সাদা পাঞ্জাবি, কালো জহর কোটে। বাঘের সংখ্যাবৃদ্ধি নিয়ে কার্যতই উচ্ছ্বসিত ছিলেন মোদি। তিনি বলেন, ”আমরা সবাই আজ এক গুরুত্বপূর্ণ মাইলফলকের সাক্ষী। প্রোজেক্ট টাইগারের ৫০ বছর হল। ভারত কেবল বাঘকেই রক্ষা করেনি, সব মিলিয়ে বাস্তুতন্ত্রকেই রক্ষা করেছে।” এদিন মোদিকে থেপ্পাকাড়ু হাতি ক্যাম্পেও যান। সেখানে নিজের হাতে হাতিকে খাইয়ে দিতে দেখা যায় তাঁকে।
Tamil Nadu: PM Modi feeds elephant at Theppakadu camp
Read @ANI Story | https://t.co/MXZfO4pzMM#PMModi #TamilNadu #Elephant #MudumalaiTigerReserve #Theppakaducamp pic.twitter.com/ZC01j5a2fx
— ANI Digital (@ani_digital) April 9, 2023
#WATCH | We are all witnessing a very important milestone, 50 years of Project Tiger. India has not only saved the tiger but has also given it an excellent ecosystem to flourish: PM Narendra Modi at the inaugural session of commemoration of 50 years of Project Tiger pic.twitter.com/0PDeIfMIws
— ANI (@ANI) April 9, 2023
এদিকে এই কৃতিত্বের পুরোটাই মোদি একা নিতে চাইছেন বলে খোঁচা দিয়েছে কংগ্রেস। হাত শিবিরের বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইটে খোঁচা দিয়ে লেখেন, ‘আজ প্রধানমন্ত্রী বন্দিপুরে ৫০ বছর আগে শুরু প্রোজেক্ট টাইগারের সব কৃতিত্ব নেবেন প্রধানমন্ত্রী। তিনি এই নিয়ে তামাশা দেখাবেন। কিন্তু পরিবেশ, জঙ্গল, বন্যপ্রাণী ও বনে বসবাসকারী আদিবাসীদের জন্য লাগু সব আইনকেই ধ্বংস করা হচ্ছে। তিনি শিরোনাম তৈরি করবেন ঠিকই, কিন্তু বাস্তবটা এর ঠিক বিপরীত।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.