সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিম রমণীদের অধিকার সবার আগে৷ কোনওভাবেই যেন তাঁদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ না হয়৷ আর তা রক্ষা করার দায়িত্ব প্রশাসন ও দেশবাসীরই৷ এ নিয়ে তাই কোনওরকম রাজনীতি যাতে না করা হয়, সেই আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
এদিন উত্তরপ্রদেশের এক জনসভায় বক্তৃতায় এ প্রসঙ্গ তোলেন মোদি৷ সে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক ডামাডোলের পরিবেশকে ভিত্তি করে বিজেপি যে রাজনৈতিক ফয়দা তুলতে মরিয়া তা এদিন নমোর কথাতেই স্পষ্ট ছিল৷ তবে সেই রাজনীতির ময়দানে তিন তালাকের মতো ইস্যুও আসুক, তা তিনি চান না৷ প্রসঙ্গত তিন তালাকের রাজনীতিকরণের জন্য মোদিকেই দায়ী করেছিল এক মুসলিম সংগঠন৷ তা নস্যাৎ করে এদিন প্রধানমন্ত্রী জানান, কোনও মুসলিম রমণীর জীবন এভাবে নষ্ট হতে পারে না৷ কেউ ফোনে তিনবার তালাক বললেন আর এক জনের জীবন শেষ হয়ে গেল এ একেবারে অবাস্তব৷ দেশবাসী ও প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে যাতে মহিলাদের অধিকার অক্ষুণ্ণ থাকে৷ এটা নারীর অধিকার রক্ষার বিষয়, এ নিয়ে কোনও রাজনীতি নয়৷
এরপরই অভিযোগ করে নমো বলেন, বেশ কিছু রাজনৈতিক দল এটিকে হিন্দু-মুসলিম ইস্যু হিসেবে তুলে ধরতে চাইছে৷ কিন্তু তা যাতে না হয়, সে ব্যাপারেই খেয়াল রাখা উচিত৷ টেলিভিশনে যাঁরা এ নিয়ে বিতর্ক করছেন তাঁদেরও আরও দায়িত্বশীল হতে বলেন মোদি৷ তাঁর মতে, তর্ক বরং হওয়া উচিত মুসলিম সম্প্রদায়ের মধ্যেই৷ কারা সংস্কার চাইছেন আর কারা চাইছেন না, তাঁরাই বিতর্কের মাধ্যমে নারীর অধিকার সুরক্ষিত থাকে এমন কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেন৷ আর তাই এ নিয়ে কোনওরকম রাজনীতি যে বরদাস্ত নয়, তা খোলাখুলি জানিয়ে দিলেন মোদি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.