সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নালন্দা বিশ্ববিদ্যালয় (Nalanda University) ভারতের গর্বের ইতিহাস ও ঐতিহ্য। বুধবার সেই জগতখ্যাত শিক্ষাকেন্দ্রের নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ২০১৬ সালে রাষ্ট্রসংঘ ‘ঐতিহ্য কেন্দ্র’ বা ‘হেরিটেজ সাইট’ ঘোষণা করে নালন্দা বিশ্ববিদ্যালয়কে। শিক্ষাক্ষেত্রে ভারতের হৃতগৌরব ফেরাতে ১৭০০ কোটি টাকা ব্যয়ে নতুন ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে রাজগীরে। এদিন যার উদ্বোধন করলেন মোদি।
It’s a very special day for our education sector. At around 10:30 AM today, the new campus of the Nalanda University would be inaugurated at Rajgir. Nalanda has a strong connect with our glorious past. This university will surely go a long way in catering to the educational needs… pic.twitter.com/sJh6cndEve
— Narendra Modi (@narendramodi) June 19, 2024
লোকসভা ভোটের প্রচারে চারশো পারের দাবি তুলে ধাক্কা খেয়েছে বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদি-শাহর দল। এর পর প্রধানমন্ত্রীর শপথ নিয়েই একের পর এক প্রকল্প উদ্বোধন করছেন মোদি। মঙ্গলবার পিএম কিষাননিধির ১৭তম কিস্তি ২০ হাজার কোটি টাকা বরাদ্দের পর এদিন শরিক নীতীশ কুমারের রাজ্য বিহারে যান মোদি। নালন্দা বিশ্ববিদ্যালয়ের নয়া ক্যাম্পাস উদ্বোধন করেন তিনি। বলেন, “দেশের তরুণদের শিক্ষার চাহিদা পূরণে অনেক দূর যেতে হবে আমাদের।”
বুধবার সকালে এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “আজ শিক্ষাক্ষেত্রে একটি বিশেষ দিন। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন হবে। নালন্দা ভারতের সোনালী অতীতের সাক্ষ্য দেয়।” বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গী ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরবিন্দ পাঙ্গারিয়া। এছাড়াও ১৭টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ঐতিহাসিক অনুষ্ঠানে।
রাজগীরের নয়া ক্যাম্পাসে দুটি ব্লকে ৪০টি বড়সড় শ্রেণিকক্ষ রয়েছে। যেখানে ১৯০০ জন পড়ুয়ার বসার ব্যবস্থা রয়েছে। একেকটি শ্রেণিকক্ষে সর্বোচ্চ ৩০০ পড়ুয়া একসঙ্গে পঠনপাঠনে অংশ নিতে পারবেন। ক্যাম্পাসের হোস্টেলে ৫৫০ জন শিক্ষার্থীর থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়াও শিক্ষাকেন্দ্রের বিভিন্ন ধরনের অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির জন্য ইন্টারন্যাশানাল সেন্টার, অডিটয়োরিয়ামও রয়েছে। অডিটোরিয়ামটিতে ২০০০ আসন রয়েছে। পাশপাশি ক্যাম্পাসে রয়েছে স্পোর্টস কমপ্লেক্স, ফ্যাকাল্টি ক্লাবও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.